Labels

Tuesday, November 15, 2011

কোডিং ছাড়াই সহজে ওয়েবসাইট বানাতে ডাউনলোড করুন Wysiwyg Web Builder v7.6 ফুল ভার্সন। সাইজ মাত্র 7.30 MB।

WYSIWYG এর মানে হলো What-You-See-Is-What-You-Get। অর্থাৎ এটা এমন এক প্রোগ্রাম যা দিয়ে আপনি খুব সহজেই তৈরী করতে পারবেন আপনার ওয়েবপেইজ আবার সেটা ঠিক তেমন করেই ডিসপ্লে করবে ঠিক যেমনভাবে আপনি তৈরী করেছেন। পেজের যে কোন জায়গায় শুধুমাত্র ড্রাগ এন্ড ড্রপ করেই পেজ তৈরী করা করে এর বিল্ড-ইন পাবলিশার দিয়ে পাবলিশ করতে পারবেন আপনার ওয়েব সার্ভারে। আপনার কন্টেন্ট এবং লেআউট সম্পূর্ণ কন্ট্রোল করতে পারবেন আপনি নিজেই!আর WYSIWYG এর ফুল ভার্সন ডাউনলোড ফাইল সাইজ মাত্র ৭.৩ মেগাবাইট।

WYSIWYG মূল ফিচারগুলো নিন্মরূপ:
০১. কোন এইচটিএমএল জানার দরকার নেই
০২. ড্রাগ এন্ড ড্রপ পদ্ধতিতে টুলবক্স থেকে পেজে করা যায়।
০৩. সহজ সাইট ম্যানেজমেন্ট।
০৪. কাস্টমাইজেবল মেন্যু, টুলবার, কিবোর্ড, ডকেবল উইন্ডোজ, ট্যাবস, অটোহাইড উইন্ডোজ।
০৫. ফর্ম লেআউট, চারধাপের ফর্ম উইজার্ড,১২ রকমের রেডি টু ইউজ ফর্ম।
০৬. পিএইচপি ফর্মের জন্য ক্যাপচা অবজেক্ট।
০৭. জাভা, ফ্লাশ, উইন্ডোজ মিডিয়া, ইউটিউব, ফ্ল্যাশ ভিডিও, কুইক টাইম, রিয়েল অডিও এবং অন্যান্য প্লাগ-ইনস সাপোর্ট।
০৮. বিল্ট-ইন ফটো গ্যালারি মেকার, ব্যানার মেকার, ড্রয়িং টুলস, নেভিগেশন বার, ট্যাব মেন্যুস, স্লাইড মেন্যুস ....... ইত্যাদি ইত্যাদি যাবতীয় ওয়েব রিলেটেড সুযোগ সুবিধা।

ডাউনলোড করুন Wysiwyg Web Builder v7.6.1 । ৭.৩০ মেগাবাইট।
সাথে সহজ সেটআপ ও এ্যাকটিভেশন প্রসেস টেক্সট ফাইল দেয়া আছে। ডাউনলোড করতে সমস্যা হলে ফায়ারফক্স ওয়েবব্রাউজারের দারুন একটা এ্যাড-অনস আছে, ম্যাজিকের মত কাজ করে। স্কিপস্ক্রীণ এ্যাড-অন'টি পাবেন এখানে
                                                  Regards 
                                                                                                   By Arafat