Labels

Tuesday, November 15, 2011

LOCKDIR দিয়ে সহজেই ফাইল/ফোল্ডার লক করুণ।

আশা করি সবাই ভালই । আমাদের অনেক সফটওয়্যার আছে যা অন্য দের কাছ থেকে লোকিয়ে রাখার জন্য দারুণ চেষ্টা করি, অনেক সফটওয়্যার ব্যাবহার করি, আর আমি আজ আপনাদের মাঝে এমন একটি সফটওয়্যার নিয়ে হাজির হলাম যা কোন ইন্টলের কোন ঝামেলা নাই মাত্র ৩৩২KB সাইজ LOCKDIR সহজেই ফাইল /ফোল্ডার লক রাখতে পারবেন। প্রথমে এখান থেকে সফটওয়্যার টি ডাউনলোড করে নিন। তার পর ডাউনলোড করা ফাইলটি আনজিপ করে। LOCKDIR.EXE ফাইলটি কপি করে যে ড্রাইভ/ফাইল/ফোল্ডার লক রাখতে চাইছেন তাতে পেষ্ট করে LOCKDIR.EXE ডাবল ক্লিক করে নিন ।