ভিডিও কাটার কারটা সেরা? আপনারটা না আমারটা? আমারটা কিন্তু EZ Video Cutter !! আপনারটা?
আজ আবারো অসাধারণ একটি ভিডিও কাটার নিয়ে ফিরে আসলাম।অসাধারণ কেন বললাম ? কারণ, এই মুহুর্তে এর চেয়ে বাড়িয়ে বলার অন্য কোন শব্দ খুঁজে পাচ্ছিলাম না।EZ Video Converter এর পূর্বে আমি বেশ কয়েকটি ভিডিও কাটার ব্যবহার করেছিলাম। কিন্তু সেগুলোর একেকটিতে ছিল একেকটি সমস্যা। একটি কমন সমস্যা ছিল, VOB ফাইল থেকে সঠিকভাবে ভিডিও Cut করতে না পারা। অবশেষে খুঁজে পেলাম EZ Video Converter । আর এটাকেই আমার সেরা মনে হল। এটি ভিডিওর প্রিন্ট কোয়ালিটি অক্ষুন্ন রেখেই মুহুর্তের মধ্যেই ভিডিও কাট করতে পারে। আর এটি কিন্তু শুধু ভিডিও কাটারই নয়, বরং এর মাধ্যমে আপনি ভিডিও কনভার্ট এবং জোড়াও লাগাতে পারেন। কিন্তু যেহেতু এর প্রধান কাজ ভিডিও কাট করা তাই তার নামটি হল EZ Video Cutter। চাইলে আপনি ও এই ১৪ এমবির সফটওয়ারটি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন।
ব্যাস ! হয়ে গেল আপানর "EzVideoCutter" টি ফূল ভার্সন। এখন নিশ্চিন্তে মনে আপনার পছন্দের মুভিগুলো থেকে ভাল লাগা গান গুলো কেটে আলাদা করে ফেলুন।