Labels

Monday, November 28, 2011

ESET Smart Security 5 Full Version আজীবনের জন্য

সবাই কে সালাম জানিয়ে শুরু করিলাম আজাকের আমার হট পোস্ট এ,এর আগেও আমি কয়েক বার অ্যান্টিভাইরাস নিয়ে পোস্ট করে ছিলাম ,আর সবার কাছে থেকে অনেক সাড়া পেয়ে,আজ আবার লিখতে বসলাম ইসেট কে নিয়ে ,তাহলে শুরু করা যাক,আর বেশি কথা না বলে ,জটপট শুরু করে দেই:D,আপনি রেডি তো ????
হট পোস্টঃ ESET Smart Security 5 Full Version আজীবনের জন্য
প্রথমে যে কাজ টা করতে হবে,আপনাকে ডাউনলোড  করে নিতে হবে 


৩২ বিট এর জন্য এখানে ক্লিক করেন।
৬৪ বিট এর জন্য এখানে ক্লিক করেন।
এবার ডাউনলোড করা হয়ে গেলে,নিচের চিত্র গুলো দেখেন,কোন পরিবতনের দরকার নাই,আর যদি কোন কিছু পরিবর্তন করেন এবং পরে কাজ না করে এর জন্য আমি দায়ী না 
চিত্র ১

চিত্র ২


চিত্র ৩


চিত্র ৪


চিত্র ৫


চিত্র ৬


চিত্র ৭

এবার ইসেট টা ইন্সটল করা হয়ে গেলে,রান করুন এবং একটিভ করতে আস্ক করলে, একটিভ লেটার এ ক্লিক করেন ,
এখন যে কাজ টা করতে হবে,সেটা হচ্ছে কিভাবে একে সারা জীবনের জন্য একটিভ করবেন , তাহলে প্রথমে
ডাউনলোড করে নেন ।
নিচের চিত্র টা ভাল করে দেখেন :D


এবার ডাউনলোড করা হয়ে গেলে,ফাইল টা কে এমন এক জায়গাতে সেভ করে রাখেন,যেন পিসি সেফ মুডে ব্যবহার করলেও ,ফাইল টা আপনার আয়ত্তে থাকে ।
তাহলে এখন পিসি কে সেফ মুডে অন করেন,তার পর ডাউনলোড করা ফাইল টা কে ক্লিক করেন, ওপেন হলে Enable এ ক্লিক করেন, তার পর একটা confirmation mess. আসার পর, পিসি কে নরমান ভাবে অন করেন। আর এখন থেকে আপনার ইসেট টা হয়ে গেল ফর লাইফ টাইম এর জন্য, যাদি আপডেড চায়,তাহলে আপডেড করে নিবেন।