Labels

Saturday, November 19, 2011

মিনি গেমের জগৎ (গেম প্যাক ১-২০)

আশা করি সবাই আল্লাহ্‌র রহমতে সুস্থ আছেন। আসলে এখানে মিনি গেম বলতে বুঝানো হয়েছে ফ্ল্যাশ গেমকে। আপনারা অনেকে হয়তো এই গেম খেলে থাকবেন কিন্তু বেশির ভাগ মানুষই এই গেম খেলেন না বা এই গেমের সাথে পরিচয় নয়। ফ্ল্যাশ গেম সবসময় খুব ছোট আকারের হয়ে থাকে। ২০ মেগার একটি প্যাক এর মাঝে অনায়াসে থাকতে পারে দারুণ দারুণ মিনিমাম ৩০ টির উপর গেমস। এই গেম গুলো সাধারণত পাজেল,কার্টুন গেম, ফ্যান গেম,দাবা,তাস,এনিমেশন ইত্যাদি গেম হয়ে থাকে। আমি যত গুলো ফ্ল্যাশ গেম খেলেছি তার মধ্যে সাধারণত আমি নানা রকমের বুদ্দির খেলাই বেশি পেয়েছি। একবার এক গেম মিলাতে গিয়ে আমি আমার অর্ধেক দিন নষ্ট করেছিলাম কিন্তু শেষের দিকে মিলাতে পারিনি।
আমি এর আগেও আপনাদের একটা ফ্ল্যাশ গেমের প্যাক দিয়েছিলাম যে খানে ১৯.৪ মেগাতে ছিল ৫২ টা গেম। হয়তো অনেকেই খেলেছেন। আজ আপনাদের জন্য নিয়েআসলাম ১ টি প্যাক নয় , একাধিক প্যাক



প্রত্যেকটা গেম প্যাক ১৯ মেগার বেশি কিন্তু ২৪ মেগার কম 

গেম গুলো ভালো লাগলে যানাবেন অবশ্যই, মনে ,মনে জানিয়ে গেলে কিন্তু বুঝতে পারবো না
গেম গুলো আমি KM player দিয়ে খেলি । আমি KM player দিয়ে খেলতে না চাইলেও এটা দিয়েই ওপেন হয় আমার পিসিতে।   ডাউনলোড করার পর RAR ফাইল আনজিপ করার সময় PASSWORD চাইলে দিনঃ www.danduna.com
^ Back to Top