ড্রাইভার আপডেট করুন, ডাউনলোড করুন, ব্যাকআপ, রেস্টোর সহ অনেক সুবিধা ।
Driver Easy 3.10
এটি
ড্রাইভার আপডেট, ডাউনলোড, ব্যাকআপ, রেস্টর এর জন্য অসাধারণ একটি সফটওয়্যার
। এটি ব্যাবহার করা খুবি সহজ । এটি অটো আপনার হার্ডওয়্যার এর সকল ড্রাইভার
গুলো স্ক্যান করে কোন গুলো নেই এবং কোন গুলো আপডেট দিতে হবে আপনাকে তা বলে
দিবে । এবং স্ক্যান শেষে আপনাকে ডাউনলোড করতে বলবে । মাত্র এক ক্লিক এ
আপনি সব ড্রাইভার ডাউনলোড করে ইন্সটল করতে পারবেন । এছারা এটি দিয়ে আপনি
আপনার ড্রাইভার ব্যাকআপ রাখতে পারবেন । এবং অন্য যেকোনো সময় তা রেস্টর করতে
পারবেন । এছারা কোনো ড্রাইভার আপনার দরকার না হলে আপনি তা রিমুভ করে দিতে
পারবেন । এরকম আরো অনেক সুবিধা আছে এ সফটওয়্যার টি তে ।
Automatically Detect, Download, Backup, Restore and Uninstall Drivers.
Fix your Driver Issues.
- Automatically Detect Unknown Device Drivers
- Keep your Drivers Up-to-Date
- Over 1,000,000 Hardware Driver Database
- Driver Backup, Restore & Uninstall Features *
- FREE for Personal Use
- Multi-Language Interface *
- Extremely Easy-to-Use
ডাউনলোড করে ইন্সটল করে নিন । ইন্সটল শেষে সফটওয়্যার টি রান করবেন না । এবার Crack ফোল্ডার থেকে ক্র্যাক ফাইল টি ড্রাইভার ইজি এর ফোল্ডার এ রিপ্লেস করুন । সাধারণত ক্র্যাক ফাইল টি এখানে কপি করতে হয় - C:\Program Files\Easeware\DriverEasy ।
কপি হলে ড্রাইভার ইজি রান করুন এবং ব্যাবহার করুন ।
ইন্সটল শেষে ড্রাইভার ইজি রান করুন । নিচের মত একটি স্ক্রিন পাবেন । এখানে Scan Now বাটন ক্লিক করুন ।
এবার নিচের মত সফটওয়্যার টি আপনার কম্পিউটার স্ক্যান করবে ।
ড্রাইভার
ইজি অটো সব ড্রাইভার স্ক্যান করে আপনাকে জানাবে । কোন গুলো আপডেট করতে হবে
আর কোন গুলো নতুন করে ডাউনলোড করে ইন্সটল দিতে হবে । এবার Get Drivers এ ক্লিক করুন ।

এবার আপনার ইচ্ছা মত ড্রাইভার ডাউনলোড করে নিন । ডাউনলোড শেষে Install বাটনে ক্লিক করলে ইন্সটল হয়ে যাবে । অথবা আপনি Download All বাটনে ক্লিক করলে সব একসাথে ডাউনলোড হয়ে যাবে । আপনি যদি ডাউনলোড করা ড্রাইভার আপনার আলাদা ফোল্ডার এ কপি করে রাখতে চান তবে Install বাটনের পাসে তীর চিহ্নে ক্লিক করলে দেখবেন Open File Location এ ক্লিক করুন এবং আপনার ফোল্ডার এ কপি করে রাখুন ।
এছারা আপনি সহজে আপনার ড্রাইভার ব্যাকআপ, রেস্টোর, আনইন্সটল করতে পারবেন ।
^ Back to Top