ডাওনলোড করুন উইন্ডোজ সেভেন সেটআপের নিয়মাবলী লিখিত চিত্রসহ বাংলা পিডিএফ গাইড
পরকরুনাময় আল্লাহপাকের নামে শুরু করছি।
সবার আগে জেনে নিন উইন্ডোজ সেবেন সেটআপের জন্য আপনার কম্পিউটারে কি কি রিকোয়ারমেন্ট প্রয়োজন-
হার্ডওয়ার : ৩২-বিট ৬৪-বিট
প্রসেসর : ১ GHz ১ GHz
মেমোরী (ram) : ১ গিগাবাইট ২ গিগাবাইট
হার্ডডিস্ক ড্রাইভ : ১৬ গিগাবাইট খালি জায়গা ২০ গিগাবাইট খালি জায়গা
বি:দ্র: আমাদের পিডএফ গাইডে শুধু ৩২ বিটের কথা উল্লেখ করা হয়েছে,তাই এখানে সম্পূর্ন বিষয়টি পরিস্কার বোঝানো হলো।ধন্যবাদ।
আমরা অনেকেই উইন্ডোজ সেভেন অপারেটিং সিস্টেম সর্ম্পকে জানি।কিন্তু অনেকেরই উইন্ডোজ সেভেন সেটআপ দেয়ার নিয়ম জানা নেই।

চিত্রসহ উইন্ডোজ সেভেন সেটআপের নিয়ম লেখা একটি পিডিএফ ফাইল ইচ্ছে করলে আপনি সংগ্রহে রেখে দিতে পারেন।সম্পূর্ন বাংলায় লিখিত এই পিডিএফ ফাইলটি নামিয়ে নিন।