ছোট্ট এক সফটওয়্যারের জাদুতে তৈরী করুন নিজের ছবির কার্টুন এবং পেন্সিলে আকা শৈল্পিক স্কেচ
পরকরুনাময় আল্লাহপাকের নামে শুরু করছি।আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। অনেকেই ছবিতে মজার মজার ইফেক্ট তৈরী করতে পছন্দ করেন ।আপনি ইচ্ছে করলে সহজেই যেকোন ছবির কার্টুন তৈরী করতে পারেন।এজন্য আপনার লাগবে ’ইনটু কার্টুন’ নামের একটি সফটওয়্যার । ২.২০ মেগার এই সফটওয়্যারটি http://mediafire.com/?z266vw6jg7h144g ঠিকানা থেকে নামিয়ে নিন ।এরপর জিপ ফাইলটি খুলুন ।এখন সফটওয়্যারটি চালু করে উপরে বায়ে Open অপশনে যান ,এখান থেকে যে ছবিটির কার্টুন তৈরী করতে চান সেটি Open করুন ।খেয়াল করুন উপরে এর নিচে প্লাস এবং মাইনাস সংবলিত দুইটি আইকন আছে ।প্লাস বাটনে ক্লীক করে ছবিটি বড় এবং মাইনাস বাটনে ক্লীক করলে ছবিটি সম্পাদনার সময় ছোট করে দেখা যাবে ।