Labels

Monday, November 28, 2011

অফিস এর বিকল্প হিসাবে ওপেন অফিস

সবাই কে সালাম এবং শুভেচ্ছা । কেমন আছেন সবাই আশা করি ভাল আছেন আর ভাল থাকেন এই কামনা করি । আমি সব সময় চিন্থা করি ভিন্ন কিছু নিয়ে টিপস লিখতে । আর আজ ও তার কোন ব্যতিক্রম করি নাই. আজ আমি নিয়ে হাজির হয়েছি ওপেন অফিস নিয়ে ।
ওপেন অফিস, সান মাইক্রো সিস্টেমের তৈরী অফিস স্যুট। এটি একটি মুক্ত সফটওয়্যার আপনি বিনা পয়সায় এটি ডাউনলোড + ইন্সটল করতে পারবেন । এর ছাড়া রয়েছে সিরিয়াল কিংবা ক্র্যাক এর কোন ঝামেলা নেই। বর্তমানে পৃথিবীতে মুক্ত সফটওয়্যার এর জনপ্রিয়তা দিন দিন বেড়ে চলেছে । আর এ ক্ষেত্রে আমাদের দেশ ও পিছিয়ে নেই। আমাদের দেশ এ ওপেন অফিস তেমন প্রচার না পেলেও উবুন্টু কিংবা লিনাক্স এর অনেক চাহিদা । আমার জানামতে এশিয়ার যে কয়টি দেশ এ এর ব্যবহার রয়েছে তার মধ্যে আমাদের দেশ অন্যতম । কিন্তু আমরা এখনো অনেক এ ওপেনঅফিস এর নাম শুনি নাই।কোন প্রব্লেম নাই আজ শুনবেন আমার কাছে থেকে। সত্যি কথা বলতে কি আমার কেন যেন টাকা দিয়ে কিনে সফটওয়্যার ব্যবহার করতে মনে চায় না। আমি চাই আপনারা ও কেউ কিনবেন না । শালা মাইক্রোসফট ডেইলি কত হাজার হাজার টাকা ইনকাম করে ,যদি ২/১ টা সফটওয়্যার আমাদের জন্য ফ্রী করে দিত। কিন্ত দেয় না। এমন কি আপনি যদি ধরা পরেন ।তাহলে আপনার জন্য রয়েছে শাস্তির বিধান । জানিনা আমাদের দেশ এ এমন কোন আইন আছে কিনা। কিন্ত বিদেশ এ কপি রাইট আইন । যাক আমি আর বেশি কথা না বলি। এবার এর সংক্ষিপ্ত পরিচয় দিয়ে দেই ।
ওপেনঅফিস  এর কম্পোনেন্টসমূহঃ

রাইটার (ওয়ার্ড প্রসেসর)
ক্যাল্ক (স্প্রেডশিট)
ইমপ্রেস (প্রেজেনটেশন্স)
বেজ (ডেটাবেজ)
ম্যাথ (ফরমুলা এডিটর)
ড্র (ভেক্টর গ্রাফিক্স)
ওপেনঅফিস এর সুবিধাঃ
লাইসেন্সিং ফি বিহীনঃ এটি একটি ফ্রী সফটওয়্যার,এর জন্য কোন সিরিয়াল এর দরকার নাই।
ওপেন সোর্সঃযত খুশি কপি,মডিফাই, বিতরণ করতে পারবেন ।
ক্রস প্লাটফর্মঃ এটি সব ধরনের অপারেটিং সিস্টেম এ ব্যবহার করতে পারবেন ।
বিস্তৃত ল্যাংগুয়েজের সমর্থনঃ  ইউজার ইন্টারফেসটি ৪০টিরও বেশি ভাষায় পাওয়া যায়
নির্ভরযোগ্য ইউজার ইন্টারফেসঃ ওপেন অফিস এ কম্পোনেন্টগুলো (যেমন- রাইটার, ক্যাল্ক, ইমপ্রেস, বেজ, ম্যাথ এবং ড্র) ব্যবহার করাও বেশ সহজ।
ফাইল কম্পাটিবিলিটিঃ পিডিএফ ও ফ্ল্যাশ এক্সপোর্ট এর সুবিধা।মাইক্রোসফট অফিস, এইচটিএমএল, এক্সএমএল, ওয়ার্ডপারফেক্ট এবং লোটাস ১-২-৩ এর ফরমেটগুলো আপনি ব্যবহার করতে পারবেন ।
সিস্টেম রিকয়ারমেন্টঃ
মাইক্রোসফট উইন্ডোজ ২০০০ ,এক্সপি বা নতুন ভার্সন যেমন- ভিসতা, উইন্ডোজ সেভেন
জিএনইউ/লিনাক্স কার্নেল ভার্সন
ম্যাক ওএস এক্স ১০.৪.এক্স, এক্স১১ প্রয়োজন; ম্যাক ওএস এক্স ১০.৫+ এক্স১১ ব্যতিত
সোলারিস ১০ ওএস বা উচ্চতর ভার্সন

কোথায় থেকে ডাউনলোড করবেনঃ
OpenOffice.org 3.3
এই ভার্সনটিতে বেশ কিছু নতুন অপশন অ্যাড করা হয়েছে ,যেমন এটি দিয়ে উইন্ডোজ অফিস ২০০৭ কিংবা অন্য ফরম্যাট এর ফাইলগুলো সহজে ওপেন করতে পারবেন ।আর এর সাইজও তেমন বড় না। এছাড়া উইন্ডোজ এবং অন্য অপারেটিং এর জন্য আলাদা সফটওয়্যার । এখন আপনি চাইলে বিনামূল্য ডাউনলোড করতে পারবেন । নিচের লিঙ্ক টা থেকে ডাউনলোড করে নেন।
DOWNLOAD LINK###
আর আপনি ইচ্ছা করলে ডাউনলোড করে আইএসও ফাইল টালে সিডি তে বার্ন করে নিতে পারেন। এছাড়া রয়েছে টরেন্ট এর ডাউনলোড সুবিধা।
তাহলে শুরু করে দেন আজ থেকে ওপেন অফিস ।আর মনে মনে গালি দিতে থাকেন মাইক্রোসফট কে।
আজ আর না। এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাই কে ।