কি চাই বলুন? ইমেজ এডিটর,অডিও এডিটর, মিউজিক ক্রিয়েটর সহ অনেক কিছু সব এক সাথে! (7 In 1)
প্রযুক্তির কল্যানে আমরা প্রতিনিয়ত নিত্য নতুন অভিজ্ঞতার স্মরনাপন্ন হচ্ছি। ক্লাউড সিস্টেমের কথা হয়ত অনেকেই শুনেছেন যেখানে আলাদা নিজের পিসি বলতে কিছু থাকবে না। অনলাইনেই নিজের পিসির মতো সব কিছু করা যাবে! আমার মনে হয় ওয়েবওয়্যার নামের অনলাইন এপসগুলো সে পথেই হাটছে।আমার আজকের টিউনের বিষয় হলো ওয়েবওয়্যার। এক কথায় ওয়েবওয়্যার বলতে সফটওয়্যারের বিকল্প। অর্থাৎ সফটওয়্যরের কাজগুলো অনলাইনের মাধ্যমে করার সিস্টেমই হলো ওয়েবওয়্যার। Aviary নামের চমৎকার এই সাথে অনেকগুলো কাজ চালাতে পারবেন।

এক নজরে Aviary's টুলসগুলোঃ
- Image Editor
- Effects Editor
- Screen Capture
- Vector Editor
- Image Markup
- Color Editor
- Audio Editor
- Music Creator
Image Editor
সিম্পলি ছবি এডিট করার জন্য এই টুলসটা ব্যবহার করতে পারেন। অনেকটা প্রোফেশনালদের জন্য তৈরি।বিস্তারিত বুঝতে টিউটোরিয়াল দেখুন এখানে।

Effects Editor
Visual Laboratory আদর করে যাকে ডাকা হয়! বিভিন্ন মজার ইফেক্ট দিতে পারবেন এখানে। বিস্তারিত জানতে দেখতে পারেন এখানে।

Music Creator
মিউজিকের প্রতি যাদের আগ্রহ তাদের আশা পূরণ করতে পারে এটি। পিয়ানো, গিটার বা ড্রাম সহ অনেক ইন্সট্রুমেন্টের সুবিধা পাবেন। বিস্তারিত জানুন এখানে।
Audio Editor
অনেকেই অনুরোধ করেছেন অডিও এডিটর নিয়ে টিউন করতে। তাদের জন্য কাজে দিবে এটি। অডিও ক্লিপে বিভিন্ন ইফেক্ট বা রিমেক্স করতে এর জুড়ি নেই। বিস্তারিত জানুন এখানে।