Labels

Wednesday, November 30, 2011

সম্পূর্ন ফ্রি ওপেন সোর্স ফুল ভিডিও কনভার্টার

পরকরুনাময় আল্লাহপাকের নামে শুরু করছি।আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। ভিডিও কনভার্ট বা রূপান্তরের বিভিন্ন সফটওয়্যার থাকলেও সব ধরনের ভিডিও ফাইল কনভার্ট করার মতো ফ্রি সফটওয়্যার খুব কমই আছে। তেমনি একটি ওপেন সোর্স ভিডিও কনভার্টার হলো ফুল ভিডিও কনভার্টার ফ্রি।

ভিডিও কনভার্টারটিতে রয়েছে AVI, MPEG, WMV, DivX, MP4, MKV, MOV, 3GP, FLV ইত্যাদিসহ বিভিন্ন ফরমেটে ভিডিও কনভার্ট করার সুবিধা। ভিডিও ফাইল থেকে MP3, WMA, WAV, RAW, M4A, AAC ইত্যাদিসহ বিভিন্ন অডিও ফরমেটে কনভার্টের সুবিধাও রয়েছে; রয়েছে একই সঙ্গে একটি ভিডিও ফাইল একাধিক ফরমেটে কনভার্ট করাসহ আরও অনেক সুবিধা।
সফটওয়্যারটি বিনা মূল্যে নামানো করা যাবে
www.brothersoft.com/full-video-converter-free-443401.html এই ঠিকানা থেকে।