লুকিয়ে রাখুন ইউএসবি ড্রাইভ অন্যদের কাছ থেকে
আমরা অনেক সময় কম্পিউটার এ ইউএসবি ড্রাইভ কম্পিউটার এ প্রবেশ করাই এবং তা মাই কম্পিউটার এ দেখা যায়।কিন্তু ইউএসবি ড্রাইভ কে আমরা ফোল্ডার বানিয়ে আলাদা কোন ড্রাইভ এ লুকিয়ে রাখতে পারি। যাতে কেউ ইউএসবি ড্রাইভ কম্পিউটার এ প্রবেশ করালেউ যাতে ঠিক আগের যায়গায় দেখা না যায়।তাই প্রথমে আমরা ডি ড্রাইভ এ D: অথবা অন্য কোন ড্রাইভ এ USB নামে ফোল্ডার তৈরি করতে পারি। এরপর USB ড্রাইভ কম্পিউটার এ প্রবেশ করাই এবং রান গিয়ে diskmgmt.msc লিখে এন্টার চাপার সাথে সাথে ডিস্ক ম্যানেজমেন্ট দেখা যাবে। ইউএসবি ড্রাইভও দেখা যাবে।
এরপর দেখা যাবে ইউএসবি ড্রাইভ,উদাহারণ সরুপ এখানে ইউএসবি ড্রাইভ হচ্ছে I: । তাহলে আই ড্রাইভ এ মাউসের ডান বাটন ক্লিক করে Change Drive Letter and Paths এ ক্লিক করি। তাহলে Change Drive Letter and Paths for I: নামে ডায়ালগ বক্স আসবে। এরপর Add বাটনে ক্লিক করে Mount Into the Following Empty NTFS Folder এর Browse বাটনে ক্লিক করে ডি ড্রাইভের ইউএসবি ফোল্ডার (D:USB) দেখিয়ে দিন এবং Ok করে পুনরায় Ok করি। এরপর মূল ড্রাইভটি মুছে ফেলতে I: সিলেক্ট করে Remove বাটনে ক্লিক করে মুছে ফেলি। এরপর দেখা যাবে ইউএসবি ড্রাইভ কম্পিউটারে যুক্ত করলে কোন ইউএসবি ড্রাইভ দেখা যাবে না। তখন আমরা D:USB থেকে ইউএসবি ড্রাইভের সকল প্রকার কাজ করতে পারব। এভাবে ইউএসবি আমরা লুকিয়ে রাখতে পারি।
বিঃদ্রঃ=>আমরা যদি D: ড্রাইভ এ USB ফোল্ডার বানাতে চাই তাহলে D: ড্রাইভ টি আবশ্যই NTFS হতে হবে।