ডাউনলোড করলে ফাইল আসব ভাইরাস আটকাইয়া যাইব । (পিছিরে জাল দিয়া আটকান)
বিসমিল্লাহির রাহমানির রাহিম ।
Virus
মানুষটা বড্ড খারাপ । খলি জালায় । অই বেটারে ঠাণ্ডা করতে Avast Free
Antivirus ব্যবহার করেন । এইটা PC তে খুব কম চাপ দেয় । এটা দিয়া আপনে বুট
টাইম স্ক্যান দিতে পারবেন । এইডা Virus মারে তেলাপোকার মত । আর কিছু
Copy/Download দিলে সব আইব । খালি বেচারা Virus আটকাইয়া যাইব । তখন তার
প্রতি মায়া হয় । থাক মায়া কইরা লাভ নাই । আপনার আইখানে আইনাই । তাতে কি ?
আরেকজনের টাই যাইব । তাই আহনি Download দেন –
http://www.filehippo.com/download_avast_antivirus/
আর কিছু লাগলে বইলেন । Serial লাগলে এই লন –
S4985150R9944A0910-N4NMYYAZ
S8449258R9962A0910-3U258YM4
S1504771R9941A0910-5WMA0LUX
S6765705R9951A0910-E35X5TU7
S1924971R9967A0912-R420JFFE
ভুল গুলা মাফ করবেন ।