কোন রকম সফটওয়্যার ছাড়াই YOUTUBE থেকে সবচেয়ে সহজে ডাউনলোড করার পদ্ধতি
আমরা YOUTUBE থেকে ডাউনলোড করার অনেক ডাউনলোডার ব্যাবহার করেছি, বা মজিলাতে প্লাগিন ইন্সটল করে ডাউনলোড করেছি। কিন্তু ধরুন আপনি কোন cyber-cafe আছেন এখানে ডাউনলোডার নেই আর মজিলা প্লুাগিনও নেই তাহলে উপায় আছে কি?হ্যা আছে আর সেটা নিয়েই আজকের আমার টিউন।
১/প্রথমে YOUTUBEএ যান।

২/আর একটা ট্যাব বা উইন্ডো খুলুন --KEEPVID.COM

৩/আপনার YOUTUBE ভিডিও URL বা লিঙ্ক টা কপি করুন।(ভিডিও তে ক্লিক করে এড্রেস কপি করুন)

৪/এবার যেখানে URL বা লিঙ্ক চাইবে সেখানে পেস্ট করে ডাউনলোড ক্লিক করুন, অনেক কটা ভিডিও ফরম্যাটের অপশন আসবে যেটা ইচ্ছা ডাউনলোড করুন।