Labels

Monday, November 28, 2011

এসে গেল USB Secure 1.6.5 ডাউনলোড করুন জলদি নাইলে মিস করবেন

আমাদের দৈনন্দিন জীবনে প্রায়ই পেন ড্রাইভ ও মেমোরি কার্ড ব্যবহার করি। কিন্ত অনেক সময় দেখা যায় যে, এগুলোর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ ফাইল থাকে যা খুবই পার্সোনাল। হতে পারে সেই জিনিসটি কাউকে দেখানো যাবে না কিংবা এই ফাইলগুলো দেখলে আপনার অফিসের বা ব্যবসার ক্ষতি হবে। ভয় নেই এই ছোট্ট সফটওয়্যারটি আপনাকে আপনার যেকোনো তথ্য চুরি হওয়া থেকে রক্ষা করে।
এই সফটওয়্যারটি পেন ড্রাইভ ও মেমোরি কার্ড গোপন পাসওয়ার্ড দিয়ে লক করে রাখতে পারে। আবার আপনি চাইলে আনলকও করতে পারবেন।
 তাই দেরি না করে এখুনি ডাউনলোড করুন সুন্দর একটি সফটওয়্যার।
ডাউনলোড লিঙ্কঃ
http://www.ziddu.com/download/16692956/USBSecure1.6.5.rar.html
এই সফটওয়ারের আরও কিছু এর বৈশিষ্ট এড করা হল।
ইউএসবি সংক্রান্ত
USB Secure helps you password protect USB drive, thumb drive,