Labels

Saturday, November 19, 2011

ফ্রি সফ্টওয়্যার ডাউনলোডার কার কোনটা লাগবে? এখনই !!!!!!!

আসসালামু আলাইকুম, আশাকরি সবাই ভাল আছেন।আজ আমি আপনাদের জন্য একটা মজার এপ্লিকেশন নিয়ে এসেছি।এটার মাধ্যমে আপনি সব ফ্রি সফ্টওয়্যার ডাউনলোড করতে পারবেন।কাম্পিউটারে থাকা সফ্টওয়্যার আপডেট করতে পারবেন। ক্যাটাগরি হিসাবে আপনি আপনার প্রয়োজনীয় সফ্টওয়্যার ডাউনলোড করতে পারবেন। আনইনস্টল করতে পারেবেন। ডাউনলোড করুন এখান থেকে
আরো বেশি সফ্টওয়্যার চাইলে নিচের ছবিটির ডান পাশে কোণায়  Recommended  বক্স এর  টিক   তুলে দিন। এবার দেখুন মজা।


আপনি ক্যাটাগরি অনুযায়ী ডাউনলোড করতে পারবেন।

কম্পিউটারে থাকা সফ্টওয়্যার আপডেট করতে পারবেন।

এটার মাধ্যমে ইনস্টল থাকা সফ্টওয়্যার আনইন্সটল করতে পারবেন।

অপারেটিং সিসটেম