ছোট একটি সফট দিয়ে ৩৫টি ভাইরাস সহ অটোরান ভাইরাস থেকে মুক্ত থাকুন এবং USB পোর্টকে ব্লক করে রাখুন
আপনাদের জন্য নিয়ে এলাম আজ M Autorun Killer 2.1 Smart নামের সুন্দর একটি ছোট সফটওয়্যার। যা দিয়ে ৩৫ টির মত ভাইরাস ও অটোরান ভাইরাস থেকে আপনার কম্পিউটারকে মুক্ত রাখবে। হা আরও পাবেন USB ডিভাইস কে ব্লক করে রাখার দারুন সুযোগ। বিশ্বাস হচ্ছেনা একবার ট্রাই করেই দেখুন। এখান থেকে ডাউনলোড করে নিন জিপ ফাইল মাত্র 540 kb এবং Extract করুন। পেয়ে যাবেন সেট আপ ফাইল M Autorun Killer 2.1 Smart এটা দিয়ে ইন্সটল করুন। ইন্সটল শেষে ডেস্কটপ ও ডান দিকে নিচে পাবেন এর আইকন, তাতে ডান ক্লিক করলেই পাবেন Show Main নামের অপশন। এবার বাম ক্লিক করুন নিচের চিত্রের মত পাবেন।
তাহলে এই সফটওয়্যারটির গুনাবলী গুলি একটু দেখে নেয়া যাক।
১. সফটওয়্যারের আপডেট প্রয়োজন নেই।
২. আপনার কম্পিউটার সবসময় অজানা অটো রান ভাইরাস থেকে মুক্ত থাকবে।
৩. স্ক্যান করে খোজ করুন ভাইরাস কে।
৪.কম্পিউটারে ফ্ল্যাশ ডিস্ক লাগানোর আগেই তা ব্লক করে দিতে পারেন।
৫. স্বয়ংক্রিয় ভাবে ভাইরাস স্ক্যান করবে এবং দেখবেন কোন অটো রান ভাইরাস পাওয়া যায়নি।
৬. সুপার গতি সম্পন্ন।
৭. স্বয়ংক্রিয় ভাবে স্ক্যান করে আপনার কম্পিউটার এর হার্ড ডিস্ক ও USB কে রাখবে পরিচ্ছন্ন।
৮. স্বয়ংক্রিয় ভাবে স্ক্যান করে নিবে আপনার সংযুক্ত নতুন ডিভাইস।