Labels

Tuesday, November 22, 2011

আপনার ব্যক্তিগত ব্লগ আছে অথচ Windows Live Writer সম্পর্কে জানেন না !! না জেনে থাকলে টিউনটি শুধুই আপনার জন্য।

প্রতিদিনই তৈরি হচ্ছে অসংখ্য নতুন নতুন ব্লগ বা ব্লগার। কেউ তৈরি করছে ব্লগস্পট ব্লগ আবার কেউ তৈরি করছে ওয়ার্ডপ্রেস ব্লগ। কিন্তু আমার মনে হয়, অধিকাংশ ব্লগারই তুলনামূলকভাবে ব্লগস্পটকেই বেছে নেয় তাদের সপ্নের ব্লগ তৈরি করতে। আমার বেলায়ও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। কারণ ওয়ার্ডপ্রেস সম্পর্কে আমার তেমন জানা-শুনা নেই। আর ব্লগস্পট সম্পর্কে অল্প যা জেনেছি বা শিখেছি তাও কিন্তু আপনাদের কাছ থেকে অর্থাৎ টেকটিউনস থেকে। ইচ্ছা হল, আমিও একটি ব্লগ তৈরি করি। করেও ফেললাম। কিছুদিন পর আমর কাছে একটি ইনভাইটেশন মেইল আসে। মেইলটি এসেছিল http://www.abctrick.com/ এর এডমিনের কাছ থেকে। তিনি আমাকে তার ব্লগে লিখার আমন্ত্রণ জানিয়েছিলেন এবং সাথে অনুরোধ করেছিলেন তার ব্লগে আমি যেন Windows Live Writer দিয়ে লিখি । কারণ তখন আমি আমার ব্লগে ব্লগার.কম এর ডিফল্ট পোস্ট এডিটর দিয়েই লিখতাম। (http://www.abctrick.com/ সম্পর্কে একটি কথা না বললেই নয়। তা হল - এটিও একটি ব্লগস্পট সাইট। আর ব্লগস্পট সাইট যে এমন সুন্দর হতে পারে, না দেখলে আপনি কখনো বিশ্বাসই করতে পারবেন না।) তারপর থেকেই Windows Live Writer এর সাথে আমার পরিচয় । আপনি নিজেও অবাক হবেন Windows Live Writer এর বৈশিষ্ট ও সুবিধাগুলো ব্যবহার করে।

Windows Live Writer এর সেসব ফিচার যা হয়তো আপনি কোথাও খুঁজে পাবেন না

  • এর মাধ্যমে আপনি আপনার ব্লগ পোস্টে Emoticons যুক্ত করে ভিজিটরদের কাছে আপনার আবেগ প্রকাশ করতে পারবেন। যেমন, আমি এই    কান্নার ইমোশনটি গতকাল আমার একটি পোস্টের শেষে ব্যবহার করেছি। কারণ, ভিজিটররা এসেই পোস্ট পড়ে চলে যায়। কোন মন্তব্য করে না। খুবই একা একা লাগে নিজেকে। তাই .....
  • পোস্টের ফন্ট সাইজকে আপনার ইচ্ছামত বড় - ছোট করতে পারবেন।
  • আমি ব্লগার.কম এর পোস্ট এডিটরে খুঁজে পেয়েছি মাত্র ৭টি ফন্ট। আর আপনি Windows Live Writer এ প্রায় সব ফন্ট ই খুঁজে পাবেন ।
  • আপনি পোস্টে ইনসার্টকৃত ছবিটিকে ইচ্ছামত পরিবর্তন করতে পারবেন ছবির সাইজ পরিবর্তন করে, ছবিটিতে বিভিন্ন ইফেক্টস দিয়ে, Cropping করে।
  • আপনি প্রত্যেকটি ইনসার্টকৃত ছবিতে স্বয়ক্রিয়ভাবে Watermark যুক্ত করতে পারবেন। যেমন, আমি Watermark হিসেবে আমার ব্লগের এড্রেসটি শুধুমাত্র একবারই সেট করে দিয়েছি, এরপর থেকেই যখনই আমি কোন ছবি ইনসার্ট করি তখন ছবিটির নিচে আমার ব্লগ এড্রেসটি খুবই সুন্দরভাবে ভেসে উঠে।
  • আপনি এর মাধ্যমে আপনার ব্লগ পোস্টে Table যুক্ত করতে পারবেন।
  • এর মাধ্যমে আপনি অফলাইনে পোস্ট লিখে পরবর্তীতে পাবলিশ করার জন্য Save ও করে রাখতে পারেন।
  • আর যে সুবিধাটি আমার কাছে সবচেয়ে বেশি ভাল লেগেছে : আপনি বিভিন্ন প্লাগ-ইনস ব্যবহার করে Windows Live Writer এ নিত্য নতুন অতিরিক্ত সুবিধা ভোগ করতে পারেন। আর এইখানে ক্লিক করলেই আপনার পছন্দনীয় অসংখ্য Plug-in খুঁজে পাবেন। যা ইনস্টল করে Windows Live Writer রিস্টার্ট দিলেই ব্যাস।
  • অত্যন্ত প্রয়োজনীয় ফিচারগুলোকেই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এছাড়াও অসংখ্য ফিচার আপনি খুঁজে পাবেন যা হয়তো আমি খুঁজে পাইনি।
Windows Live Writer মাইক্রোসফট এর একটি ফ্রি সফটওয়ার। আর জানেনই তো, মাইক্রোসফট এর ফ্রি সফটওয়ার মানে Online Installer। যা অনলাইনের সাহায্যে ইনস্টল হয়ে থাকে। তারপরও ধন্যবাদ মাইক্রোসফটকে এ ধরণের একটি সফটওয়ারের জন্য যদিও বা Online Installer হয়। ডাউনলোড করুন এখান থেকে http://explore.live.com/windows-live-writer