ছোট্ট একটি সফটওয়্যার FOTOMIX 8.5.5 এর মাধ্যমে ঈদ শুভেচ্ছা সবাইকে।|||। ঈদ মোবারক ।|||।
সবাইকে সালাম ও শুভেচ্ছা।আজ আর জিজ্ঞেস করতে চাই না সবাই কেমন আছেন।ভালো যে আছেন তা বেশ বুঝতে পারছি।পবিত্র রমজানের শেষ লগ্নে,খুশীর ঈদ আসছে এই সন্ধিক্ষনে সবাই ভালো না থেকে পারেন না।আমি সুদূর প্রবাস থেকে টেকটিনসের এ্যাডমিন প্যানেল,সকল মডারেটর,টিউনার,পাঠক এবং টেকটিউনসের শুভাকাংখীদের জানাচ্ছি পবিত্র ঈদ-উল-ফিতর এর অফুরন্ত শুভেচ্ছা।সবার ঈদ অনেক অনেক অনেক সুন্দর ও আনন্দের হোক।দেশের মাটিতে ঈদ সৌভাগ্যবান্দের কপালেই জোটে।আমি জানি খুশীর এই লগ্নে আপনারা সবাই অনেক ব্যাস্ত।আমি খুব বেশী সময় নেবো না আপনাদের থেকে।অনেক ছোট্ট একটি সফটওয়্যার শেয়ার করেই চলে যাবো নিভৃতে।তো আসুন জানা যাক কি সেই সফটওয়্যার।
FOTOMIX V8.5.5

ছবিটার দিকে ভালো করে লক্ষ করলেই বুঝবেন আপনার যে কোন ছবিকে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে যে কোন রুপে ধারন করতে পারবেন।ধরা যাক আপনি একটি ছবি তুলেছেন আপনার জানালার পাশে দাঁড়িয়ে।আপ্নি ইচ্ছে করলে সে ছবিটাকে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে মহাসমুদ্রে কিংবা পাহাড়ে কিংবা যেখানে ইচ্ছা সেখানে সেট করতে পারবেন।
আমি ওবামা মিয়ার একটা ছবি নিলাম।
এবার আমি সফটওয়্যারটি খুলে প্রথম ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলাম।

এবার চিহ্নিত স্থানে ক্লিক করে ওবামাকে এখানে নিয়ে আসুন

দেখানো স্থানে বাকি কাজ সেরে নীচের ছবির মত করে ফেলুন
আরো অনেক হাতের কাজ আছে যা আমি দেখাতে পারলাম না।আপনারা ১০০% কাজ করতে পারবেন এব্যাপারে আমি নিশ্চিত।ারো অনেক কিছু করা সম্ভব এই অতি ছোট সফট ওয়্যারটি দিয়ে।ডাউনলোড করুন মাত্র ১.৭৪ মেগাবাইটের এই পোর্টেবল সফটওয়্যারটি মিডিয়া ফায়ার থেকে
ডাউনলোডের পর কোন ঝামেলা নেই একেবারে ডাইরেক্ট এ্যাকশন।