হার্ডডিক্সে সমস্যা-সমাধানে ম্যাজিক?
‘আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ’
- অনেক সময় আমাদের প্রয়োজনিয় অনেক সফটওয়্যার হার্ডডিক্সে পার্টিশন সমস্যাসমাধানে ব্যবহার করতে হই। এটি এমন একটি সফটওয়্যার যেটার সাহায্য আপনি বিভিন্ন টুলস ব্যবহার করতে পারবেন।হার্ডডিক্সে পার্টিশন সমস্যা সমাধানের দারুন একটি বুটেবল টুলসের পার্টেড ম্যাজিক।
- পূর্ণাঙ্গ তলিকা পাবেন এখানে পার্টেড ম্যাজিক ।১৩৬ মেগাবাইটের আইএসও ফাইলটি ওপেন সোর্স থেকে ডাউনলোড করে সিডিতে রাইট করুন ।বুটেবল ডিক্সটি দ্বারা কমিপউটার চালু করে, হার্ডডিক্সে সমস্যাসমাধানে বিভিন্ন টুলস ব্যবহার করতে পারবেন।

পার্টেড ম্যাজিক
যে সকল সুবিধা পাবেন:-
পার্টিশন প্রোগ্রাম,
এক্স ইউটিলিটিস,
ফাইল সিস্টেম টুলস,
বুটিং লোডার টুলস,
কনসল ইউটিলিটিস শ্রেণীতে ১০০টির মত টুলস।