নিজ কন্ঠে গান গাইবেন আর সাথে থাকবে আপনার প্রিয় গানের মিউজিক!!! এবার আপনিই হয়ে যান শিল্পী
আনমনে বা গোপনে অথবা ইচ্ছায় বা অনিচ্ছায় কিংবা নির্দিষ্ট এক বদ্ধ ঘরে গান করে না এমন মানুষ খুজে পাওয়া দুস্কর। সবারই হয়তো ইচ্ছে করে শিল্পীর মতো গাইতে। কন্ঠের গাম্ভির্যতায় বা রুক্ষতায় হয়তো সেটা হয়ে উঠে না। তবে আপনি যদি সত্যিই শখের বসে শিল্পীদের মতো মিউজিকের তালে তালে গান করতে চান তাহলে হয়তো এই টিউন দুধের স্বাধ ঘোলে মেটানোর মতো সাহায্য করবে। তাহলে শুরু করা যাক।সরল পদ্ধতিঃ
প্রথমে এখান থেকে YoGen.Vocal.Remover.v3.3.10 সফটওয়্যার ডাউনলোড করে নিন। এটার কাজ হলো গান থেকে ভোকাল রিমুভ করে দেয়া। তবে কোয়ালিটি খুব একটা ভাল নয়।

তারপর ঐ ভোকাল রিমুভ করা ফাইল এই প্লেয়ার দিয়ে ওপেন করে মাইক আর রেকর্ড সিলেক্ট করে আপনার গান গাওয়া শুরু করুন।
বিঃদ্রঃ এভাবে খুব বেশি ভাল কোয়ালিটি পাওয়া যাবে না।
ভাল কোয়ালিটির পদ্ধতিঃ
এই পদ্ধতি অনুসরণ করে মোটামুটি ভাল ফলাফল পাওয়া যাবে। তবে বাংলা গানের মিউজিক খুব বেশি সম্ভব না। আর ইংরেজি সব গানের মিউজিক বলা যায় সম্ভব।প্রথমে এখান থেকে vanBasco's Karaoke Player ডাউনলোড করে নিন।(উইন্ডোজ ৭ সহ কাজ করে।)
তারপর আপনার পছন্দের গানটির midi ভার্সন নামিয়ে নিন এখান থেকে।
কিছু বাংলা গানের midi ভার্সন পাবেন এখানে।
গানটি এবার এই প্লেয়ার দিয়ে ওপেন করুন। খেয়াল করে দেখবেন মিউজিকের সাথে লাল দাগগুলো উঠা নামা করছে। গানের কথার সময় যে লাল দাগ উঠা নামা করছে তার বাম পাশের লাল আইকনে ক্লিক করে মিউট করে দিন। ব্যস এবার মাইক্রোফোনের মাধ্যমে মিউজিকের সাথে সাথে আপনি গেয়ে যান। আর হ্যা গানগুলোর লিরিকও কিন্তু সাথে শো করবে।