Labels

Saturday, December 3, 2011

প্রিয় ছবিটিকে বিভিন্ন রুপ দিন মাত্র এক ক্লিকে dynamic auto painter দিয়ে।

সবাইকে সালাম ও শুভেচ্ছা।আশা করছি সবাই ভালো আছেন 

DYNAMIC AUTO PAINTER 2.5.4


সফটওয়্যারটির বর্ণনা কি ভাবে দেবো ঠিক বুঝতে পারছি না। যেহেতু নাম DYNAMIC AUTO PAINTER সেহেতু বুঝতেই পারছেন সবকিছু হবে অটোম্যাটিক।এই সফটওয়্যারটি দিয়ে আপনি আপনার প্রিয় ছবিটিকে রুপান্তরীত করতে পারবেন বিভিন্ন রুপে এবং মাত্র ১ ক্লিকে।যেসব রুপে রুপান্তরীত করতে পারবেন তা হলো--aquarell,benson,book,camille,cezanne,chalk,felttip,illustrator,klimt,monet,pastels,pencil,portraitist,realism,sargent,starry,
sunflowers,tempera,vegetables,watercolor,wax,wetonwet,woodetch .
আসুন এবার আমরা জানি এর ব্যবহার।প্রথমেই সফটওয়্যারটি ওপেন করুন এবং file অপশন থেকে একটি ছবি আপলোড করুন।

যদি মনচায় তবে ব্যবহার করুন histogram অপশনটি এবং রেগুলার করে নিন পছন্দমত আপনার ছবির রঙগুলো।এছাড়াও আলো কম/বেশী করতে পারবেন।

 ডাউনলোড করতে পারেন ৫৭ মেগাবাইটের এই সফটওয়্যারটি মিডিয়া ফায়ার থেকে
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

ইন্সটল করুন এবং কী'জেন দিয়ে সিরিয়াল নাম্বার কপি করে পেষ্ট করুন তাহলে পেয়ে যাবেন ফুল ভার্সন।এবং উপভোগ করুন নিজের ছবিকে ভিন্ন রুপে।
ভালো থাকুন। ||| আল্লাহ হাফেজ |||