Labels

Friday, December 16, 2011

আপনার সিস্টেম কে রেপেয়ারিং করে স্পীড বাড়াতে পারেন ।

সবাই কে সালাম দিয়ে শুরু করালাম।কেমন আছেন সবাই । আশা করি ভালো আছেন ,আজ আমি একটা জটিল জিনিস শেয়ার করবো। আশা করি সবার ভালো লাগবে। আপনার সিস্টেম কে ফাস্ট করার জন্য অনেক কিছু করে থাকেন এমন কি অনেক -এ টাকা দিয়েও কিছু ফাও জিনিস কিনে থাকে। কিন্ত ফলাফল কি ? শূন্য ,আর একটা সত্যি কথা আমি যা শেয়ার করি ,তা ১ম আমি নিজে ট্টাই করে সাকসেস হলে তারপর শেয়ার করি।ইনশাল্লাহ এই পোষ্ট টা আপনার ১০০% কাজে আসবে । তাহলে শুরু করা যাক ।
প্রথমে ডাউনলোড করে নেন ……… এখান থেকে .
Size মাত্র ৬৩৩ কেবি ।
ডাউনলোড করা হয়ে গেলে , এইবার নিচের পিক এর মতো,আসবে।

এবার ছবির মতো ,লাল বক্স টা ক্লিক করেন । তারপর স্টেপ গুলো ফলো করে NEXT করতে থাকেন।

এখন ফটো টা ফলো করেন । তারপর শুরু করে দেন ।

এবার ১০/১৫ মিনিট সময় নিবে ,বাট যখন এই সফটওয়্যার  টা কাজ করবে,তখন অন্য কিছু করা থেকে বিরত থাকুন, তার পর রিস্টাট আস্ক করলে ,দয়া করে রিস্টাট করে দেন,আর এখন দেখেন আপনার সিস্টেম টা আগের থেকে কতটা দ্রুত কাজ করছে ।