রিপেয়ার করুন নোকিয়া ফোন – বিনামুল্যে, কোনো সারভিসিং বক্স ছাড়াই [উইন্ডোজ ৭ ৬৪বিট সহ সকল ভার্সন সাপোর্টেড]
*** পোস্টটি ব্যাকডেটেড। অনেক নতুন মডেল এভাবে ফ্লাশ দেওয়া সম্ভব না। সকল কাজ নিজ দায়িত্বে করবেন ***
যাদের
নোকিয়া মোবাইল ফোন আছে, তারা সহজেই JAF দিয়ে আপনার ফোনটিকে ফ্ল্যাশ করে
নিতে পারেন। তবে JAF দিয়ে সকল নকিয়া ফোন ফ্ল্যাশ করা যায়না। যেসব ফোন BB5
মডেলের অর্থাৎ Base Brand 5 সিরিজের শুধু সেগুলোই ফ্ল্যাশ করা সম্ভব। যারা
ফ্ল্যাশ দিতে চান তারা আগে JAF ইন্সটল করে নিশ্চিত হয় নিন যে তাদের মডেলের
ফোন লিস্টে আছে কিনা। তারপর ফ্ল্যাশ ফাইল ডাউনলোড করে কাজ শুরু করুন
যা যা লাগবে -
১) ইন্টারনেট কানেকশানসহ পিসি।
২)
JAF v1.98 ও JAF PKEY Emulator v3 20.22MB
ডাউনলোড করুন এখান থেকে
৪)
navifirm - 71KB
ডাউনলোড করুন এখান থেকে
৫) নকিয়া ফোন যার ফার্মওয়ার ইন্সটল করতে হবে
৬) পিসি-তে কানেক্ট করার জন্য USB কেবল
চলুন কাজ শুরু করে দিই...
১)
প্রথমে নকিয়ার সব সফটওয়্যার আনইন্সটল করুন।
কারন Nokia PC Suite, Synchronization, Ovi Suite ব্যাকগ্রাউন্ডে কাজ করলে
সমস্যা হবে। এগুলো ভালমতো Close করতে পারলে (System Tray থেকেও)
আনইন্সটলের দরকার নাই।
২) Firmware ডাউনলোড করা:
এই লিঙ্ক
এ যেয়ে মডেল দেখে Firmware ডাউনলোড করে নিন। এখানে Firmware Executable
আকারে থাকে, তাই ইন্সটল করা সুবিধা হবে। র্যাপিডশেয়ার থেকে ফাইল ডাউনলোড
করার পুর্বে IDM ডিজ্যাবল করে দিন। অথবা ডাউনলোড বাটনে ক্লিক করার সময় Alt
চেপে ধরে ক্লিক করুন। এতে কোনো এরর ছাড়াই ডাউনলোড করতে পারবেন। এই নিয়মটাই
ভালো। রেপিডশেয়ার থেকে ডাউনলোড করতে সমস্যা হলে গুগল এ যান। তারপর এভাবে
আপনার মডেল নাম্বার লিখে সার্চ দিন "site:mediafire.com RM-XXX" এখানে XXX
হল নোকিয়া এর কোড, যেমন নোকিয়া ৫১৩০ এর কোড RM-495. এভাবে মিডিয়াফায়ার থেকে
ফাইল পেয়ে যাবেন।
উপরের টুকু কঠিন লাগলে navifirm চালু করুন।
ইন্টারনেট কানেকশান on থাকতে হবে। কিছুক্ষণ অপেক্ষা করুন। Products কলামে
মোবাইলের মডেল আসবে। আপনার ফোন মডেল সিলেক্ট করুন। কিছুক্ষণ পর পাশে
Releases কলামে ভার্সন লিস্ট আসবে, কাঙ্খিতটি সিলেক্ট করুন। কিছুক্ষণ পর
পাশে Variants লিস্ট আসবে, এগুলো বিভিন্ন দেশ, এলাকা ও ভাষা-র Firmware
প্রদর্শন করে। যেমন আমার নোকিয়া ৫১৩০ এক্সপ্রেস মিউজিকটি বাংলায়, ও লাল
মডেলের। আমি তাই BENGA-RED সিলেক্ট করেছি। তারপর পাশে Firmware Files এর
লিস্ট আসবে। All এ ক্লিক করে ডাউনলোড দিন। এগুলো হল ফোনের জন্য প্রয়োজনীয়
File. ডাউনলোড হয়ে গেলে ফাইল গুলো C:\Program Files\Common
Files\Nokia\DataPackage\Products\* ফোল্ডার এ রাখুন। লক্ষ করুন, আপনি যে
মডেলের ফোন সিলেক্ট করবেন, তার কোড দিয়ে ফোল্ডার বানাতে হবে। যেমন নোকিয়া
৫১৩০ এর কোড RM-495, এর ফাইল C:\Program Files\Common
Files\Nokia\DataPackage\Products\RM-495 এ রাখতে হবে। এন৭২ এর কোড RM-180,
এর ফাইল C:\Program Files\Common Files\Nokia\DataPackage\Products\RM-180
এ রাখতে হবে। কাজ না করলে C:\Program Files\Nokia\Phoenix\Products
ফোল্ডার এ ফাইল গুলো রাখুন। navifirm থেকে সহজেই আপনার ফোনের কোড বুঝতে
পারবেন।

৩) JAF ডাউনলোড করুন।
ইন্সটল করার পর Run করবেন না।
৪) JAF PKEY Emulator ডাউনলোড করে Run করুন। ছবির মত করে Go তে ক্লিক করুন।
অনেকেই
সেভেন বা ভিস্তা ব্যাবহার করেন। উইন্ডোজ সেভেনে কাজ করতে হলে JAF PKEY
Emulator এর প্রোপারটিজ এ যান, তারপর Compatibility Mood এ Run as Windows
XP দিন।
এবার JAF Box চালু হবে। ছবির মত Box driver notinstalled এরর দিতে পারে।
ভয় পাবেন না। OK তে ক্লিক করুন। J.A.F. by ODEON নাম এ উইন্ডো আসবে।
৫)
ছবি দেখুন। BB5 Tab এ ক্লিক করুন। এখানে অনেক গুলো অপশন রয়েছে। প্রথমে
Manual Flash এ টিক দিন। তারপর Use INI তে টিক দিন। তখন ছোট্ট একটা উইন্ডো
তে নকিয়ার মডেলের লিস্ট আসবে। সেখান থেকে আপনার টা সিলেক্ট করুন।
দেখবেন
MCU, PPM আর CNT এর আইকন তা সবুজ হয়ে গেছে। Dropdown menu থেকে আপনার
প্রয়জনীয় ভাষা ও মডেল সিলেক্ট করুন। ফোন Dead হলে Dead USB তে টিক দিন।
Normal Mode আর Factory Set এ টিক দিলে ইন্সটল শেষে ফোন Factory reset হবে ও
Normal mode এ চালু হবে। আগের ভার্সন ইন্সটল করতে চাইলে Downgrade এ টিক
দিন।
তবে Downgrade করার সময় সাবধান থাকবেন, Firmware ভাল না হলে ফোন dead হয়ে যাবে।
৬)
আল্লাহর নাম নিয়ে Flash বাটন এ ক্লিক করুন। সবকিছু ঠিক থাকলে ফোন ফ্ল্যাশ
হওয়া শুরু হবে।
৭) Done দেখে বুঝবেন যে সব complete. এখন ফোনটি USB থেকে খুলুন, আর অন করে দেখুন কত সহজেই ফোন ফ্ল্যাশ, লক খোলা যায়।
সতর্কবার্তা
১) কাজ চলাকালে কেব্ল টান দিবেন না, এতে ফোন টি মারাত্তক ক্ষতিগ্রস্ত হবে।
২) কাজ চলাকালে পিসি যেন অফ না হয় সেদিকে খেয়াল রাখুন, ল্যাপটপ এ কাজ করলে সুবিধা হবে।
৩) Firmware যেন করাপ্টেড না হয়, তাহলে ফোন চালু হবেনা।
৪) অধৈর্য হবেননা, কাজটি করতে সময় লাগবে, ১০-৩০ মিনিট লাগতে পারে।
৫) সব নিজ দায়িত্বে করবেন। কারো কোনো ক্ষতি হলে আমি নই। তবে আমি এটা নিজে করে ১০০ ভাগ সফল, অন্যদের ক্ষেত্রে না ও হতে পারে।