Labels

Monday, December 19, 2011

কম্পিউটারের সাউন্ড এখন আপনার হাতের মুঠোয়।


আজ নিয়ে এলাম মজার একটি ছোট সফটওয়্যার, জানিনা আপনাদের কাছে কেমন লাগবে তবে আমার কাছে বেশ ভাল লেগেছে। মাউজের হুইল দিয়ে কম্পিউটারের শব্দকে নিয়ন্ত্রন করা যায়। সেটা উইন্ডোজের ডিফাল্ট সাউন্ড হোক আর আপনি যেকোনো প্লেয়ারে অডিও কিংবা ভিডিও দেখুন না কেন, সব সাউন্ডকে নিয়ন্ত্র করা যাবে ছোট একটি সফটের সাহায্যে। এখান থকে ডাউনলোড করুন এবং ইন্সটল করুন। মাত্র ৬৩১ কেবি।  ইন্সটল শেষে টাস্কবার আইকনে দেখতে পাবেন হুইল ভলিউমের আইকনটি। আপনাকে আর কিছু করতে হবেনা।মাউজের হুইল ডেস্কটপের ফাকা জায়গায় রেখে ঘুরিয়ে দেখুন ভলিউমের সিগন্যাল কমছে ও বাড়ছে। আর আপনি যদি বিশেষ কাজে My Computer ওপেন করে কোন কাজ করেন এবং তখন যদি কোন প্লেয়ারে অডিও বা ভিডিও চলে, তবে এড্রেস বারের উপর মাউজের কারসার রেখে হুইল ঘুরাতে থাকুন ও সাউন্ডকে নিয়ন্ত্রন করুন।
Read More ... »

ছোট একটি সফট এর সাহায্যে র‍্যামকে পরিস্কার করে কম্পিউটারের গতিকে ঠিক রাখুন।

সুন্দর একটি সফটওয়্যার এর নাম আজ আপনাদের জানাচ্ছি, যা দিয়ে আপনার কম্পিউটারের র‍্যাম কে পরিস্কার করে কম্পিউটারকে রাখবে গতিময়তায়। হা বন্ধুরা সফটটির নাম হচ্ছে CyberLat-RAM-Cleaner-2.3.32-Portable নিশ্চয় নাম দেখেই বুঝে গেছেন পোর্টেবল ভার্সন। ইন্সটলের কোন ঝামেলা নেই। এখান থেকে ডাউনলোড করুন এবং CyberLat-RAM-Cleaner-2.3.32-Portable এতে ডাবল ক্লিক করুন ও টাস্কবার আইকনে বাম ক্লিক করলে নিচের চিত্রের মত আসবেএবার Free RAM এ ক্লিক দিয়ে আপনি আপনার কম্পিউটারে কত সাইজের র‍্যাম ব্যবহার করছেন তার একটি আনুমানিক সাইজ সিলেক্ট করে নিন এবং এর পর Improve my RAM Now ক্লিক দিন দেখুন সুন্দর ভাবে র‍্যাম পরিস্কার হয়ে গেছে এবং কিছুটা হলেও কম্পিউটারের গতি বেড়ে যাবে। কাজ শেষ হলে Esc চেপে বের হয়ে আসুন। তাহলে বন্ধুরা পরীক্ষা করে দেখুন কেমন সফটওয়্যারটি। ভাল লাগলে অবশ্যই ব্যবহার করতে ভুলবেন না। ধন্যবাদ সহ- arafat
Read More ... »

ছোট একটি সফট Mp3 Direct Cut দিয়ে Mp3 গানকে কেটে ছোট করতে বেশ উপযোগী।

Mp3 গানকে কেটে ছোট করার জন্য নিয়ে এলাম দারুন এক কার্যকরী সফটওয়্যার। যার নাম যা দিয়ে খুব সহজে Mp3 গানকে কেটে ছোট করা যায়। মাত্র ৪৫৪  কেবি। এখান থেকে ডাউনলোড করুন এবং ইন্সটল করুন। ইন্সটল করার পর ওপেন করতে গেলে একটি উইন্ডো আসবে,তাতে শধু OK করে দিন এবং ভাষা নির্বাচন করে নিন। ডেস্কটপ আইকন থেকে ডাবল ক্লিক দিলে নিচের চিত্রের মত পাবেন।
এখানে আপনাকে যা যা করতে হবে-
১. যে গানটিকে কেটে ছোট করতে চান তা সিলেক্ট করুন
২. আপনি এখান থেকে কতটুকু কাটবেন তা সিলেক্ট করুন। এই কাজটি মাউজ দিয়েও করা যায়।
৩. সিজার এ ক্লিক দিলে গানটি কাটা হয়ে যাবে।
৪. এখানে সেভ করার অপশন পাবেন, ব্রাউজ করে যেখানে সেভ করতে চান তা করে নিন। দেখুন মহুর্তে কাটা অংশ বাদ দিয়ে গানটি সেভ হয়ে গেছে।
৫. এখানে আপনি গানটি কাটার আগে প্লে করে শুনে নিতে পারেন।
৬. এখানে প্লে থামানোর অপশন আছে।
Read More ... »

ঈদের বিশেষ উপহার আলাদিনের আশ্চর্য চাদর এর একটি গেম, আপনাদের জন্য।


আজ আপনাদের জন্য নিয়ে এলাম ঈদের জন্য বিশেষ এক উপহার। না আজ আর কোন টিপস কিংবা কম্পিউটার বিশয়ক কোন সফট শেয়ার করবোনা। আপনাদের আনন্দ দেবার জন্য নিয়ে এলাম Aladdin’s Magic Carpet Racing পোর্টেবল গেমস। মাত্র ১২.২০ মেগাবাইট। ডাউনলোড করার পর rar ফাইলকে Extract করলেই পেয়ে যাবেন Aladdin’s Magic Carpet Racing নামের গেমের ফাইল এবং ক্লিক দিয়ে শুরু করে দিন আকাশে উড়ে উড়ে গেম খেলার উপভোগ্য মহুর্ত গুলি।আপনি গেম খেলায় উৎসাহিত না হলেও আপনার বাসায় অনেক শিশুদের ভাল লাগবে অবশ্যই। তাহলে দেরী না করে এখান থেকে ডাউনলোড করে নিন। সবাই ভাল ও সুস্থ্য থাকুন।
Read More ... »

লুফে নিন কারসারের বাহারি থিম

অনেকই আমরা কম্পিউটারে কারসার এর জন্য আলাদা থিম খুজে বেড়াই। যারা নিত্য নতুন কারসার থিম পছন্দ করেন তাদের জন্য নিয়ে এলাম দারুন এক সফট। যার নাম CursorFX মাত্র ১৪.২ মেগাবাইট। ডাউনলোড করে ইন্সটল করে বেছে নিন কারসারের থিম। ইন্সটল করার পর আপনাকে যা করতে হবে তা দেখে নিন। স্টার্ট মেনু থেকে প্রোগ্রাম এ গেলে CursorFX দেখতে পাবেন তাতে ক্লিক দিলে নিচের চিত্রের মত পাবেন। My Coursors এ পাবেন নানা রকম থিম, আপনার যেটি ভাল লাগবে তাতে সিলেক্ট করে Apply করুন। দেখুন কারসার পয়েন্ট কেমন পরিবর্তন হয়ে গেছে নিমিষেই। উপভোগ করুন আর আনন্দে থাকুন।
এখান থেকে ডাউনলোড করে নিন
Read More ... »

ছোট একটি সফট এর দ্বারা মাউজের রাইট ক্লিকে বিভিন্ন অপশন যোগ করুন।

ডান ক্লিক এ যোগ করুন বিভিন্ন কম্পিউটারের বিভিন্ন অপশন। হা বন্ধুরা আপনাদের জন্য নিয়ে এলাম ছোট একটি সফট, যার দ্বারা আপনি আপনার কম্পিউটারের মাউজের রাইট ক্লিক অপশনে বিভিন্ন অপশন যোগ করতে পারেন। এই জন্য আপনাকে ডাউনলোড করে নিতে হবে Right Click Enhancer নামের ছোট সফটওয়্যার টি। মাত্র ২.৮০ মেগাবাইট। ডাউনলোড করে ইন্সটল করুন এবং ইন্সটল শেষে ডেস্কটপ আইকন এ ডাবল ক্লিক করলে নিচের চিত্রের মত পাবেন। এখানে আপনি বিভিন্ন মেনু পাবেন। তার মধ্যে একটি মেনু নিয়ে আমি বলছি- Right Click Tweaker এ ক্লিক করলে আপনি নিচের চিত্রের মত পাবেন।
এখানে আপনি উপরের নির্দেশিত বিভিন্ন অপশন রাইট ক্লিক এ যোগ করার জন্য টিক চিহ্ন দিন এবং Apply Tweakes ক্লিক দিন। দেখুন আপনার কম্পিউটারের মাউজে রাইট ক্লিক অপশনে এ সমস্ত প্রোগ্রাম যোগ হয়ে গেছে।
বন্ধুরা আমি তো শুধু একটি মেনু নিয়ে আলোচনা করলাম, এতে আরও রাইট ক্লিক এ যোগ দেয়ার বিভিন্ন অপশন আছে যেমন- My Computer Manager, Send To Manager, Right Click Editor, New Menu Editor সহ অন্যান্য। আর এ সমস্ত মেনু গুলির ব্যবহার জানার জন্য মূল উইন্ডো তে Help মেনুতে ক্লিক করলেই এর সকল ব্যবহার বিধি আপনার স্ক্রিনে দেখা যাবে এবং এটি দেখে এই সফট টির পুরোপুরি ব্যবহার শিখে নিন। এটি উইন্ডোজ এক্সপি,সেভেন ও ভিস্তায় চলায় উপযোগী।
Right Click Enhancer এখানে ক্লিক দিয়ে ডাউনলোড করে নিন
Read More ... »

Saturday, December 17, 2011

Download করুন দারুন একটি প্লেয়ার ( খুব ছোট কিন্ত দারুন)




যারা মুভি বা গান শুনতে বড় বড় হাই পারফরমান্স এর প্লেয়ার চালান এবং যাদের পিসি তে পাওয়ার ডিভিডি বা কোরাল প্লেয়ার চলেনা তাদের জন্য একটি সফটওয়্যার নিয়ে এসেছি। এর নামে mkv player. এটি ৬ মেগাবাইট এর একটি প্লেয়ার। কিন্ত এই প্লেয়ার এ চলে না এমন কোন ভিডিও নেই বলে আমার মনে হয়। কারন আমি নিজে mkv,vob,3gp, avi, wmv, mpeg,mpg সব ফাইল চালিয়ে দেখেছি।সফটওয়্যারটি ডটনেট এ তৈরি করা। তাই দত্নেত ইন্সটল করা থাকতে হয়। প্লায়েরটি দেখতে খুব ভাল না তবে খুব কজের একটা প্লেয়ার।


download it
Read More ... »

আপনার মোবাইল কি পাসওয়ার্ড দ্বারা লক হয়ছে? খুলতে পারছেন না?

বিসমিল্লাহির রাহমানির রাহিম
আমার সবাই কম-বেশি মোবাইল ব্যবহার করি। পিসির মতো নিরাপত্তার খাতিরে আমরা মোবাইলকে পাসওয়ার্ড দ্বারা সংরক্ষিত রাখি। অথবা আপনার মোবাইল অন্য একজন নিয়ে উল্টাপাল্টা টিপে লক করে দিয়েছে। এখন কি করবেন? সোজা দৌড় to মোবাইল সাভিসিং দোকান। আর লক থুলতে আপনার পকেট খালি করে দেন তাদের টাকা। আর কত দিবেন এই ভাবে? এবার আপনার মোবাইল আ্পনিই লক ছাড়ান। আর পারলে আপনার পাশের লোকটির উপকার করেন লক ছাড়িয়ে দিয়ে (তবে টাকা বাদে)। আজ আপনাদের এমন একটি সফটওয়্যার দিব, যা দিয়ে আপনি যে কোন মোবাইলের লক খুলতে ­পারবেন এক নিমেষেই।
যে যে মোবাইল সাপোর্ট করবে
Nokia
Motorola
Samsung
Sagem
Sony
Ericsoon
Alcatel
Siemens
Panasonic
ডাউনলোড লিংক http://www.mediafire.com/?2tmclkdqndt
Read More ... »

সুন্দর একটি ব্রাউজার Epic 1.8 ( Mozilla, Opera, Chrome এর customized version )


Mozilla একটি ওপেনসোর্স সফটওয়্যার। তাই এটি য কেও যার ইচ্ছা মত customize করতে পারে। আজ আমি যে সফটওয়ারেটি দেখাচ্ছি তা মজিলার  ইঞ্জিন এ তৈরি। কিন্ত এই ব্রাউজার এ অপেরা, ক্রম, মজিলা, সকল কনটেন্ট  অ্যাড করা আছে। এই ব্রাউজারটি বাবহারে সহজ এবং স্পীড ভাল। আমার জানা মতে খুবই ভাল একটি সফটওয়্যার। আপনার যদি ভাল লাগে তাহলে ব্যবহার করে দেখতে পারেন। আসা করি ব্যবহার করার পর এই ব্রাউজারটি বারবার ব্যবহার করতে চাইবেন। এটি Epic এর আপডেটেড ভার্সন। Epic 1.8
Download it
Read More ... »

কম্পিউটার কে ফাস্ট রাখুন

আসসালামুঅলাইকুম আসা করি সবাই ভাল আছেন। System Mechanic Professional এই software টির সাথে কম বেশি অনেকে পরিচিত.কম্পিউটার কে সচল রাখার জন্য অনেক ভাল একটি software।এটি আপনার কম্পিউটারকে নিজ থেকে এরোর junk file সহ অনেক অপযোজনিও ফাইল ডিলিট করে আপনার কম্পিউটারকে সচল রাখবে। আজ এর নতুন vertion System Mechanic Professional 10.5.2.5 পুরা ফ্রী তে ডাউনলোড করুন download
Read More ... »

Friday, December 16, 2011

আপনার সিস্টেম কে রেপেয়ারিং করে স্পীড বাড়াতে পারেন ।

সবাই কে সালাম দিয়ে শুরু করালাম।কেমন আছেন সবাই । আশা করি ভালো আছেন ,আজ আমি একটা জটিল জিনিস শেয়ার করবো। আশা করি সবার ভালো লাগবে। আপনার সিস্টেম কে ফাস্ট করার জন্য অনেক কিছু করে থাকেন এমন কি অনেক -এ টাকা দিয়েও কিছু ফাও জিনিস কিনে থাকে। কিন্ত ফলাফল কি ? শূন্য ,আর একটা সত্যি কথা আমি যা শেয়ার করি ,তা ১ম আমি নিজে ট্টাই করে সাকসেস হলে তারপর শেয়ার করি।ইনশাল্লাহ এই পোষ্ট টা আপনার ১০০% কাজে আসবে । তাহলে শুরু করা যাক ।
প্রথমে ডাউনলোড করে নেন ……… এখান থেকে .
Size মাত্র ৬৩৩ কেবি ।
ডাউনলোড করা হয়ে গেলে , এইবার নিচের পিক এর মতো,আসবে।

এবার ছবির মতো ,লাল বক্স টা ক্লিক করেন । তারপর স্টেপ গুলো ফলো করে NEXT করতে থাকেন।

এখন ফটো টা ফলো করেন । তারপর শুরু করে দেন ।

এবার ১০/১৫ মিনিট সময় নিবে ,বাট যখন এই সফটওয়্যার  টা কাজ করবে,তখন অন্য কিছু করা থেকে বিরত থাকুন, তার পর রিস্টাট আস্ক করলে ,দয়া করে রিস্টাট করে দেন,আর এখন দেখেন আপনার সিস্টেম টা আগের থেকে কতটা দ্রুত কাজ করছে ।
Read More ... »

Wednesday, December 14, 2011


♥ অনেক দিন পর বিয়ে নিয়ে একটা সফটওয়্যার পেলাম ♥♫♫♫♫♫

Read More ... »

আপনার কম্পিউটারের সামনে বসেই ইন্টারনেটের মাধ্যমে ফ্রি ফ্যাক্স করুন বিশ্বের অনেক অনেক দেশে!!


ফ্যাক্স একটি পরিচিত শব্দ যার মাধ্যমে আমরা তাৎক্ষনিক একজনের তথ্য অন্যজনের কাছে পৌছে দেয়ার জন্য ব্যবহার করে থাকি। তবে এই ফ্যাক্স মেশিন সব জায়গাতেই পাওয়া যায় না আর পাওয়া গেলেও বাড়তি অর্থ গুনতে হয়। মূলত এই কারনেই এই পোষ্টটি করার উদ্দেশ্য। বিশেষকরে যারা কোন কোম্পানীর সাথে যোগাযোগ রক্ষা করতে হয় তাদের এই ফ্যাক্স সবচেয়ে বেশী প্রয়োজন কেননা ওই কোম্পানী তো আর তার জন্য সবসময় মেইল চেক বা চ্যাটে বসে থাকবে না।



নীচে দেওয়া হল কয়েকটি ফ্রি ফ্যাক্স পাঠানোর সাইটের ঠিকানা:

(১)
(২)
(৩)
(৪)
(৫)
(৬)
(৭)
(৮)
(৯)
(১০)
(১১)
(১২)
(১৩)
(১৪)
(১৫)
(১৬) এই সাইট থেকে বাংলাদেশে পাঠানো যায়
(১৭) এই সাইট থেকেও বাংলাদেশে পাঠানো যায়
(১৮)
(১৯)
(২০)
(২১)
Read More ... »

অসংখ্যক সফটওয়্যার এবং গেম এর জেনুইন সিরিয়াল নাম্বার এর সমাহার।। যার যেটা দরকার নিয়ে নেন। 



অসংখ্যক সফটওয়্যার এবং গেম এর জেনুইন সিরিয়াল নাম্বার এর সমাহার


অনেক সময় আমাদের প্রয়োজনিয় অনেক সফটওয়্যার সিরিয়াল কী এর অভাবে ট্রায়াল হিসাবে ব্যবহার করতে হই।

এটি এমন একটি সফটওয়্যার যেটার সাহায্য আপনি যেকোন সফটওয়্যার এবং গেম( প্রাই) এর জেনুইন সিরিয়াল নাম্বার জানতে পারবেন খুব সহজেই।
সফটওয়্যার টির নাম serials world ..
এবার ডাউনলোড করার পালা...।


এটা ডাউনলোড করতে নিচের লিঙ্ক হতে নামিয়ে নিন।।

৩ এমবি

*** ডাউনলোড দেওয়ার পর zip ফাইল টা win-rar দিয়ে Extract করতে হবে।।***

এটা ফুল ভার্সন তাই সাধারন সেটাপ দিলেই চলবে।।



এবার দেখুন চিত্রের বাম দিকে সফটওয়্যার এর নাম এবং ডান দিকে তার জেনুইন সিরিয়াল নাম্বার।।



গেমের সিরিয়াল নাম্বার পেতে উপরের ডান দিকের বাটন ক্লিক করলে গেমের নাম আসবে ।। তখন Genarate বাটন ক্লিক করলে গেমের সিরিয়াল আসবে।

ESET সহ কিছু এন্টি ভাইরাস এটাকে ইন্সটল করার পর ভাইরাস হিসেবে ডিটেক্ট করছো আমি নিজেও ESET ইউস করি..১০০% নিশ্চিত থাকেন ভাইরাস না।।
এন্টি ভাইরাস ডিস এনাবেল করে সেটাপ দেন।। তার পর এনাবেল করুন ।। ১০০% নিশ্চিত থাকেন ভাইরাস না।।
Read More ... »

Tuesday, December 13, 2011

ল্যানে ফাইল শেয়ার করুন খুব সহজে

আজকাল অনেকের বাসায় দুটি পিসির বা ল্যাপটপ এর মাঝে ল্যান কানেকশান থাকে। ফাইল ও প্রিন্টার শেয়ার বা মাল্টিপ্লেয়ার গেম খেলতে ল্যানের প্রয়জোন হয়। অনেকেই বিভিন্ন জনের কাছে ল্যান বাবহারের কথা শুনেছেন, কিন্তু নিজে করতে পারেন নি। কেউ কেউ ল্যান কনেকশান করেও ফাইল শেয়ার করতে যেয়ে "Windows cannot access the \\Computername\\" মেসেজ পেয়েছেন। ল্যানের বিকল্প হিসেবে হয়ত USB Data Transfe Hub কিনতে চাচ্ছেন। কিন্তু দামের কারনে সম্ভব হচ্ছেনা। চিন্তার কিছু নেই। প্রোগ্রামাররা আমাদের কথা ভেবে একটি Open source সফটওয়্যার তৈরি করেছে যা দিয়ে খুব সহজে ফাইল শেয়ার করা যায়। চলুন দেখাই কিভাবে ---

যা যা লাগবে

১) ল্যান কেবল, এটা যে কোনো কম্পিউটার এর দোকানে পাওয়া যায়। CAT-5/CAT-6 কেবল Crossover বা Straight কানেকশান করিয়ে নিন। কেনার সময় তাদের বলে দিন যে PC-to-PC না PC-to-Hub হিসেবে ইউস করবেন। দৈর্ঘ্য আপনার সুবিধা মত।
২) Lanshark software যা এখান থেকে ডাউনলোড করুন।

ডাউনলোড LANShark

পদ্ধতি

প্রথমে চেক করে নিন আপনার পিসি এর LAN Port অন আছে কিনা। পিসি চালু হওয়ার সময় F2/Del/Esc চেপে Integrated NIC/On-board LAN কে Enable করে নিন।
ল্যানের ড্রাইভার যেন ইন্সটল করা থাকে। Widows Vista/7 এ অটো ড্রাইভার ইন্সটল হয়। তবে মাদারবোর্ড এর ওয়েবসাইট থেকে লেটেস্ট ড্রাইভার ডাউনলোড করে নিতে পারেন।
Lanshark ডাউনলোড করে Run করান। পোর্টেবল ভার্সন হলে lanshark-0.0.2.zip ফাইল টি কোনো জায়গা এ Extract করুন। তারপর lanshark.exe ফাইল টি ওপেন করুন।
চিত্রের মত উইন্ডো আসবে। Host name এ আপনার পিসি এর নাম দিন। তারপর Share Path এ যে ফোল্ডার শেয়ার করতে চান তা সিলেক্ট করুন। আপনি অন্য পিসি থেকে ডাটা কপি করে যে ফোল্ডার এ রাখতে চান তা Incoming path এ দিন। Apply এ ক্লিক করুন।
ছবির মত উইন্ডো আসবে। অন্যান্য পিসি তে Lanshark চালু থাকলে তাদের নাম লিস্টে দেখতে পারবেন। কারো পিসি থেকে ডাটা নিতে হলে তার নাম এ ক্লিক করুন। তারপর তার শেয়ার করা ফোল্ডার গুল দেখুন। যা যা দরকার, তা Right click করে Download এ দিন। ফাইল বা ফোল্ডার আপনার কম্পিউটার এর অন্য কোনো জায়গা এ ডাউনলোড করতে চাইলে Download to এ ক্লিক করুন আর লোকেশান দেখিয়ে দিন।
Download ট্যাব এ ক্লিক করে দেখুন 100mbps কানেকশান এ 10-11MBPS স্পীড এ কপি হচ্ছে।
Read More ... »

সার্ভার হ্যাক করে ইন্টারনেট স্পিড আপ করুন 

আমি কথা দিলাম এই ট্রিকস টা করে সবাই থ হয়ে তাকিয়ে থাকবেন।নিজেই দেখে নিন তাহলে।হেকিং করা আমি খারাপ কিছু মনে করি না যদি সেটা যদি হয় ভালোর জন্য।এই টপিক নিয়ে আমি অনেক গুলো পোস্ট দিবো, সবাই নিয়মিত থাকবেন। আরেকটা কথা আমি সিউর দিয়ে বলতে পারি এমন ট্রিকস আগে কথাও দেখেন নি।তবে সাইটে কিছু মোহা গিয়ানি লোক আছে তাদের কথা বাদ।আমার মত নরমান মানুষ হলে উপকার হবেন।
আজকে আমরা ইন্টারনের এর সার্ভার হেক করে আমাদের ইন্টারনেটের স্পিড বারাবো।এত গুলো টাকা খরচ করেন ইন্টারনেটের জন্য সেটা যদি পেয়সা উসুল না হয় কনো মজা আছে? আমার কথা হলো টাকা যখন দিবই তাহলে এচ্ছা মত আগে মজা নিয়া নেই।হাহাহাহহা.।কি বলেন?খুব সহজে কাজটা করা যায়।
 
১। run এ ক্লিক করে regedit টাইপ করে enter দিন।
২। এখানে যান
HKEY_CURRENT_USER\Software\microsoft\Windows\CurrentVersion\InternetSettings
৩। ডান পাশের সাদা জায়গায় রাইট ক্লিক করে নিউ DWORD Value নিন সেটার নাম দিন MaxConnectionsPerServer
এখন এটা ডাবল ক্লিক করে অপেন করে Hexadecimal ক্লিক করে value data জায়গায় 000000a দিন OK দিয়ে বের হয়ে আসুন।
৪। আবার ডান পাশের সাদা জায়গায় রাইট ক্লিক করে নিউ DWORD Value নিন সেটার নাম দিন MaxConnectionsPer1_0Server
এখন এটা ডাবল ক্লিক করে অপেন করে Hexadecimal ক্লিক করে value data জায়গায় 0000000a দিন OK দিয়ে বের হয়ে আসুন।
৫। আপনার ব্রাউসার বন্ধ করে আবার অন করুন অথবা পিসি রিস্টার্ট দিন।
Read More ... »

রিপেয়ার করুন নোকিয়া ফোন – বিনামুল্যে, কোনো সারভিসিং বক্স ছাড়াই [উইন্ডোজ ৭ ৬৪বিট সহ সকল ভার্সন সাপোর্টেড]

*** পোস্টটি ব্যাকডেটেড। অনেক নতুন মডেল এভাবে ফ্লাশ দেওয়া সম্ভব না। সকল কাজ নিজ দায়িত্বে করবেন ***

যাদের নোকিয়া মোবাইল ফোন আছে, তারা সহজেই JAF দিয়ে আপনার ফোনটিকে ফ্ল্যাশ করে নিতে পারেন। তবে JAF দিয়ে সকল নকিয়া ফোন ফ্ল্যাশ করা যায়না। যেসব ফোন BB5 মডেলের অর্থাৎ Base Brand 5 সিরিজের শুধু সেগুলোই ফ্ল্যাশ করা সম্ভব। যারা ফ্ল্যাশ দিতে চান তারা আগে JAF ইন্সটল করে নিশ্চিত হয় নিন যে তাদের মডেলের ফোন লিস্টে আছে কিনা। তারপর ফ্ল্যাশ ফাইল ডাউনলোড করে কাজ শুরু করুন

যা যা লাগবে -

১) ইন্টারনেট কানেকশানসহ পিসি।
২) JAF v1.98 JAF PKEY Emulator v3 20.22MB ডাউনলোড করুন এখান থেকে
৪) navifirm - 71KB ডাউনলোড করুন এখান থেকে
৫) নকিয়া ফোন যার ফার্মওয়ার ইন্সটল করতে হবে
৬) পিসি-তে কানেক্ট করার জন্য USB কেবল
চলুন কাজ শুরু করে দিই...
১) প্রথমে নকিয়ার সব সফটওয়্যার আনইন্সটল করুন। কারন Nokia PC Suite, Synchronization, Ovi Suite ব্যাকগ্রাউন্ডে কাজ করলে সমস্যা হবে। এগুলো ভালমতো Close করতে পারলে (System Tray থেকেও) আনইন্সটলের দরকার নাই।
২) Firmware ডাউনলোড করা:
এই লিঙ্ক এ যেয়ে মডেল দেখে Firmware ডাউনলোড করে নিন। এখানে Firmware Executable আকারে থাকে, তাই ইন্সটল করা সুবিধা হবে। র‍্যাপিডশেয়ার থেকে ফাইল ডাউনলোড করার পুর্বে IDM ডিজ্যাবল করে দিন। অথবা ডাউনলোড বাটনে ক্লিক করার সময় Alt চেপে ধরে ক্লিক করুন। এতে কোনো এরর ছাড়াই ডাউনলোড করতে পারবেন। এই নিয়মটাই ভালো। রেপিডশেয়ার থেকে ডাউনলোড করতে সমস্যা হলে গুগল এ যান। তারপর এভাবে আপনার মডেল নাম্বার লিখে সার্চ দিন "site:mediafire.com RM-XXX" এখানে XXX হল নোকিয়া এর কোড, যেমন নোকিয়া ৫১৩০ এর কোড RM-495. এভাবে মিডিয়াফায়ার থেকে ফাইল পেয়ে যাবেন।
উপরের টুকু কঠিন লাগলে navifirm চালু করুন। ইন্টারনেট কানেকশান on থাকতে হবে। কিছুক্ষণ অপেক্ষা করুন। Products কলামে মোবাইলের মডেল আসবে। আপনার ফোন মডেল সিলেক্ট করুন। কিছুক্ষণ পর পাশে Releases কলামে ভার্সন লিস্ট আসবে, কাঙ্খিতটি সিলেক্ট করুন। কিছুক্ষণ পর পাশে Variants লিস্ট আসবে, এগুলো বিভিন্ন দেশ, এলাকা ও ভাষা-র Firmware প্রদর্শন করে। যেমন আমার নোকিয়া ৫১৩০ এক্সপ্রেস মিউজিকটি বাংলায়, ও লাল মডেলের। আমি তাই BENGA-RED সিলেক্ট করেছি। তারপর পাশে Firmware Files এর লিস্ট আসবে। All এ ক্লিক করে ডাউনলোড দিন। এগুলো হল ফোনের জন্য প্রয়োজনীয় File. ডাউনলোড হয়ে গেলে ফাইল গুলো C:\Program Files\Common Files\Nokia\DataPackage\Products\* ফোল্ডার এ রাখুন। লক্ষ করুন, আপনি যে মডেলের ফোন সিলেক্ট করবেন, তার কোড দিয়ে ফোল্ডার বানাতে হবে। যেমন নোকিয়া ৫১৩০ এর কোড RM-495, এর ফাইল C:\Program Files\Common Files\Nokia\DataPackage\Products\RM-495 এ রাখতে হবে। এন৭২ এর কোড RM-180, এর ফাইল C:\Program Files\Common Files\Nokia\DataPackage\Products\RM-180 এ রাখতে হবে। কাজ না করলে C:\Program Files\Nokia\Phoenix\Products ফোল্ডার এ ফাইল গুলো রাখুন। navifirm থেকে সহজেই আপনার ফোনের কোড বুঝতে পারবেন।
৩) JAF ডাউনলোড করুন। ইন্সটল করার পর Run করবেন না।
৪) JAF PKEY Emulator ডাউনলোড করে Run করুন। ছবির মত করে Go তে ক্লিক করুন।
অনেকেই সেভেন বা ভিস্তা ব্যাবহার করেন। উইন্ডোজ সেভেনে কাজ করতে হলে JAF PKEY Emulator এর প্রোপারটিজ এ যান, তারপর Compatibility Mood এ Run as Windows XP দিন।
এবার JAF Box চালু হবে। ছবির মত Box driver notinstalled এরর দিতে পারে।
ভয় পাবেন না। OK তে ক্লিক করুন। J.A.F. by ODEON নাম এ উইন্ডো আসবে।
৫) ছবি দেখুন। BB5 Tab এ ক্লিক করুন। এখানে অনেক গুলো অপশন রয়েছে। প্রথমে Manual Flash এ টিক দিন। তারপর Use INI তে টিক দিন। তখন ছোট্ট একটা উইন্ডো তে নকিয়ার মডেলের লিস্ট আসবে। সেখান থেকে আপনার টা সিলেক্ট করুন।
দেখবেন MCU, PPM আর CNT এর আইকন তা সবুজ হয়ে গেছে। Dropdown menu থেকে আপনার প্রয়জনীয় ভাষা ও মডেল সিলেক্ট করুন। ফোন Dead হলে Dead USB তে টিক দিন। Normal Mode আর Factory Set এ টিক দিলে ইন্সটল শেষে ফোন Factory reset হবে ও Normal mode এ চালু হবে। আগের ভার্সন ইন্সটল করতে চাইলে Downgrade এ টিক দিন। তবে Downgrade করার সময় সাবধান থাকবেন, Firmware ভাল না হলে ফোন dead হয়ে যাবে।
৬) আল্লাহর নাম নিয়ে Flash বাটন এ ক্লিক করুন। সবকিছু ঠিক থাকলে ফোন ফ্ল্যাশ হওয়া শুরু হবে। 


৭) Done দেখে বুঝবেন যে সব complete. এখন ফোনটি USB থেকে খুলুন, আর অন করে দেখুন কত সহজেই ফোন ফ্ল্যাশ, লক খোলা যায়।

সতর্কবার্তা

১) কাজ চলাকালে কেব্‌ল টান দিবেন না, এতে ফোন টি মারাত্তক ক্ষতিগ্রস্ত হবে।
২) কাজ চলাকালে পিসি যেন অফ না হয় সেদিকে খেয়াল রাখুন, ল্যাপটপ এ কাজ করলে সুবিধা হবে।
৩) Firmware যেন করাপ্টেড না হয়, তাহলে ফোন চালু হবেনা।
৪) অধৈর্য হবেননা, কাজটি করতে সময় লাগবে, ১০-৩০ মিনিট লাগতে পারে।
৫) সব নিজ দায়িত্বে করবেন। কারো কোনো ক্ষতি হলে আমি  নই। তবে আমি এটা নিজে করে ১০০ ভাগ সফল, অন্যদের ক্ষেত্রে না ও হতে পারে।
Read More ... »

এবার উইন্ডোজ সেভেন 32bit এ 4GB RAM এর সবটুকু ব্যবহার করুন!

আসসালামু আলাইকুম, সবাইকে আমার প্রথম পোষ্টে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন?
আমি রেগুলার এই সাইট এ আসি কিন্তু সময়ের অভাবে পোষ্ট করা হয়না ।
Windows 7  এর ৩২বিট এ যে সমস্যা দেখা যায় তা হল, 4GB এর সবটা ব্যবহার করা যায় না। উইন্ডোজ থেকে লক করা থাকে। সেজন্য অনেকে ৬৪ বিট এর windows ব্যবহার করে।
নিচে কিছু স্কিনশর্ট দেখুন...
অথচ ছোট্ট একটা Patch file দিয়ে 4GB RAM এর সবটুকু ব্যবহার করতে পারবেন।
এই Patch প্রোগ্রামটি স্বয়ংক্রিয়ভাবে windows 7 এর কার্নেল ফাইল "ntkrnlpa.exe" এর একটি কপি তৈরি করে এবং ফাইলটিকে "ntkrlICE.exe" নামে সেভ করে. তারপর কপি হওয়া ফাইলটি "ntkrlICE.exe" থেকে লক সরিয়ে ফেলে ও একটি অতিরিক্ত উইন্ডোজ 7  বুট মেনু তৈরি করে নতুন কার্নেল ফাইল যুক্ত করে।  তাহলে মূল কার্নেল ফাইল "ntkrnlpa.exe" অথবা নতুন কার্নেল ফাইল "ntkrlICE.exe" ২টা দিয়েই windows boot করা যাবে।
Patch করার আগে..
.


Patch করার পরে..
.
এবার আসা  যাক pabtch করা নিয়ে।
প্রথমে এই patch file টি ডাউনলোড করেন এখানে থেকে। http://www.mediafire.com/?wd5d6suumkma3ql
অ্যান্টিভাইরাস বাবাজী থেকে সাবধান । (অ্যান্টিভাইরাস বাবাজী Patchটাকে virus মনে করে)
Patchটি ওপেন করলে নিচের মতো দেখাবে। তারপর Patch x86 Ramlock এ ক্লিক করবেন... তারপর কম্পিউটার restart দিবেন।

দেখবেন নতুন একটা boot option তৈরি হইছে। ভয় পাওয়ার কারন নাই। নতুনটা দিয়ে লগইন করুন।
লগইন করার পর যদি নিচের পিকচার এর মতো কিছু আসে...
তাহলে patch file টি আবার ওপেন করুন। এবং Remove watermark এ ক্লিক করুন। কাজ শেষ। আবার Restart দিন।
এখন boot configure করার পালা। তার জন্য Patch file থেকে start msconfig এ ক্লিক করুন...

দেখা যাবে ২টা বুট অপশন আছে। Patch করার পরেরটাকে Set as default করে দিন নিচের পিকচার এর মতো করে। অথবা আগের বুট এ ফিরে যান। সব আপনার ইচ্ছে...

Read More ... »

Sunday, December 4, 2011

avast internet security ও antivirus ফুল ভার্সন ২০৫০ সাল পর্যন্ত।

প্রথমে এখান থেকে avast antivirus ডাউনলোড করে নেন । এখান থেকে avast internet security ডাউনলোড করে নেন ।
আর avast internet security ও antivirus crack  টি এখান থেকে ডাউনলোড করে নেন।
ইন্টারনেট অন রেখে ইন্সটল করুন। নরমালি ইন্সটল করুন । শুধু Participet in avast community তে টিক উঠিএ দিন ।

ইন্সটল শেষে রিস্টার্ট দিন। কম্পিউটার অন হবার আগে F8 চাপ দিয়ে Safe Mode এ দুকুন ।
লগ ইন হলে avast crack টি কপি করে program files>avast software>avast এ পেস্ট করুন।
এবার কম্পিউটার রিস্টার্ট দিন।
আপনার যদি ইন্টারনেট সিকুরিতি হয় তাহলে নেট কানেকশান দিন security zone চাবে সেখানে home বা office সিলেক্ট করুন।
এবার avast এর Settings>Update>Program>Manual Update   সিলেক্ট করুণ ।
ব্যাস এবার ইঞ্জয় করুন ২০৫০ সাল পর্যন্ত।
Read More ... »

মাত্র ৩৬ কিলোবাইটের এন্টি-ভাইরাস…

প্রথম যে ফাইলটি আপনাদের সাথে শেয়ার করব, তা অনেকটা সাধারণ ভার্সন, যা কিনা শুধুমাত্র আপনার পিসি থেকে সাময়িকভাবে ভাইরাস দূর করবে, কিন্তু কিছু কিছু ভাইরাস তারপরেরও সুপ্ত অবস্থায় থেকে যায়। যাক, প্রথম  viruskiller.bat  (৭.৩৯কিলোবাইট) ফাইলটি ডাউনলোড করে ডবল-ক্লিক করলেই হবে।
Read More ... »

বিনামূল্যে ক্যাসপারস্কাই এর ইউটিলিটি প্রোগ্রাম

পরকরুনাময় আল্লাহপাকের নামে শুরু করছি।আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। জনপ্রিয় এ্যান্টিভাইরাস ক্যাসপারস্ক্যাই এর একটি প্রোগ্রাম বিনামূল্যে ব্যবহার করা যায়।’ ভাইরাস রিমুভাল টুল ’ নামের এই প্রোগ্রাম দ্বারা কম্পিউটারের বিভিন্ন ভাইরাস দূর করা যায়।এই ইউটিলিটি  প্রোগামটি অন্যান্য এ্যান্টিভাইরাসের পাশাপাশি কম্পিউটারে ব্যবহার করা যাবে।৭০ মেগার এই ইউটিলিটি প্রোগ্রামটি বিনামূল্যে ডাওনলোড করা যাবে http://support.kaspersky.com/viruses/utility  ঠিকানার সাইট থেকে
Read More ... »

মিল রেট হিসাবের জন্য দারুন দুটি এক্সেল ফাইল…না দেখলে মিস করবেন……!!!

যারা মেস বা হল এ থাকেন তাদের প্রায়ই ম্যনেজেরি নিয়ে ঝামেলায় পরতে হয়… একে তো পড়াশুনা…
তার উপর আবার ম্যনেজেরির হিসাব-নিকাস…
আর প্রতিদিন বাজার লিস্ট এর ঝামেলা তো রয়েছেই…
আপনাদেরকে এসব ঝামেলা থেকে মুক্তি দিতে নিয়ে এলাম চরম দুটি এক্সেল ফাইল…
ব্যাস… এবার ম্যনেজেরির হিসাব-নিকাস করুন কোন ঝামেলা ছারাই…

মিল রেট হিসাবের জন্য click করুন এই link এ
১. http://www.mediafire.com/?oq422ya380e4vv3
২. http://www.ziddu.com/download/16928115/MealCalculationforGF.xls.html

বাজার লিস্ট করার জন্য click করুন এই link এ
১. http://www.mediafire.com/?3wjktpl3weo8okt
২. http://www.ziddu.com/download/16928158/BazarList.xls.html
Read More ... »

পেনড্রাইভের কিছু সমস্যার সমাধান নিয়ে এই পোস্ট (পেন-ড্রাইভে সমস্যা আর না আর না) (পর্বঃ ১-৩)

আসসালামুওয়ালাইকুম সবাইকে,
 সবচেয়ে বেশি যে সমস্যাটি মানুষের কাছ থেকে শুনছি, সেটি পেন-ড্রাইভ নিয়ে সমস্যা। এই পোস্টে আমি কিছু উল্লেখযোগ্য সমস্যার সমাধান দিতে চেষ্টা করব। আমার সাথে থাকুন এবং সমস্যা অনুযায়ী সমাধান দিতে চেষ্টা করছি।

প্রয়োজনীয় যা যা লাগবেঃ
১. ভালো এন্টি-ভাইরাস নতুন আপডেটসহ (এই ক্ষেত্রে আপনার পছন্দসই এন্টি-ভাইরাস নিতে পারেন)
২. ভালো Malware/Adware/Spyware/Trojan Removal Tool নতুন আপডেটসহ (আমার ক্ষেত্রে Malwarebytes’ Anti-Malware)
৩. আপনার কম্পিউটারের regedit.exe (Registry Editor)
৪. ভালো ফরমেট করার সফটওয়্যার (আমার ক্ষেত্রে HP USB Disk Storage Format Tool)
৫. সবচেয়ে জরুরীঃ
৬. এবং, আপনার সাবধানতা (নির্দেশাবলীতে যা বলা হয়েছে তা সঠিকভাবে অনুসরণ করা)
সমস্যাগুলোর ৩টি ৩ কারণে হয়ে থাকেঃ
১ নম্বর  সমস্যা সাধারণত হয়ে থাকে আপনার পেন-ড্রাইভ রাইট-প্রটেকসন সুইচ অন থাকার কারনে অথবা, আপনার কম্পিউটারে “StorageDevicePolicies” না থাকার কারনে।
২ নম্বর  সমস্যা সাধারণত হয়ে থাকে আপনার কম্পিউটারে Registry (regedit.exe) তে ‘WriteProtect’ on থাকার কারনে।
৩ নম্বর  সাধারণত হয়ে আপনার কম্পিউটার থেকে পেন-ড্রাইভ সঠিকভাবে Eject করার কারনে অথবা, আপনার পেন-ড্রাইভ-এ Firmware-গত সমস্যার কারনে।

সমাধানঃ
ছবি ১ এবং ২ –এর জন্য প্রযোজ্যঃ
১) ক্লিক Start-> Run.
২) টাইপ regedit.exe এবং enter চাপুন
৩) এখন HKEY_LOCAL_MACHINE -> SYSTEM -> CurrentControlSet -> Control  -> StorageDevicePolicies (এখন আপনার রেজিস্ট্রিতে যদি StorageDevicePolicies না থাকে ৬ নম্বর নির্দেশনাতে চলে যান।
৪) Right-Click ‘WriteProtect’ -> Modify
৫) এখন আপনার Value-তে 1 থাকে তাহলে 0 করে দিন। OK করুন।
ছবিটি ১-৫ এর জন্য প্রযোজ্যঃ


৬) কিভাবে StorageDevicePolicies তৈরি করবেন?
  • Start -> Run -> regedit.exe -> HKEY_LOCAL_MACHINE \ SYSTEM \ CurrentControlSet \ Control key
  • এখন Control key  এর উপর Right-Click করুন।
    • New -> Key (Menu থেকে)
    • টাইপ “StorageDevicePolicies
    • এই অবস্থায় উপরের Menu থেকে Edit > NewDWORD Value সিলেক্ট করুন।
    • নতুন Value-টিকে ‘WriteProtect’ নাম দিন।
    • Right-Click ‘WriteProtect’ -> Modify
    • এখন আপনার Value-তে 1 থাকে তাহলে 0 করে দিন। OK করুন।
    • Regsitry Editor থেকে বেরিয়ে আসুন এবং কম্পিউটার Restart দিন।
ছবিটি ৬ নম্বরের জন্যঃ

সতর্কতাঃ
আপনি ControlSet001 এবং ControlSet002, ‘Control’-এ দেখতে পেলে, সেই খেত্রে আপনাকে একইভাবে ‘WriteProtect’ Value পাল্টাতে হতে পারে।
একইভাবে আপনি যেকোনো External Hard-drive, USB-Drive-এর Write Protection উঠাতে পারবেন।
৩ নম্বর সমস্যার জন্য আপনাকে এই রিপেয়ার টুলঃ (সব মডেলের পেন-ড্রাইভের জন্য)
Read More ... »

Saturday, December 3, 2011

প্রিয় ছবিটিকে বিভিন্ন রুপ দিন মাত্র এক ক্লিকে dynamic auto painter দিয়ে।

সবাইকে সালাম ও শুভেচ্ছা।আশা করছি সবাই ভালো আছেন 

DYNAMIC AUTO PAINTER 2.5.4


সফটওয়্যারটির বর্ণনা কি ভাবে দেবো ঠিক বুঝতে পারছি না। যেহেতু নাম DYNAMIC AUTO PAINTER সেহেতু বুঝতেই পারছেন সবকিছু হবে অটোম্যাটিক।এই সফটওয়্যারটি দিয়ে আপনি আপনার প্রিয় ছবিটিকে রুপান্তরীত করতে পারবেন বিভিন্ন রুপে এবং মাত্র ১ ক্লিকে।যেসব রুপে রুপান্তরীত করতে পারবেন তা হলো--aquarell,benson,book,camille,cezanne,chalk,felttip,illustrator,klimt,monet,pastels,pencil,portraitist,realism,sargent,starry,
sunflowers,tempera,vegetables,watercolor,wax,wetonwet,woodetch .
আসুন এবার আমরা জানি এর ব্যবহার।প্রথমেই সফটওয়্যারটি ওপেন করুন এবং file অপশন থেকে একটি ছবি আপলোড করুন।

যদি মনচায় তবে ব্যবহার করুন histogram অপশনটি এবং রেগুলার করে নিন পছন্দমত আপনার ছবির রঙগুলো।এছাড়াও আলো কম/বেশী করতে পারবেন।

 ডাউনলোড করতে পারেন ৫৭ মেগাবাইটের এই সফটওয়্যারটি মিডিয়া ফায়ার থেকে
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

ইন্সটল করুন এবং কী'জেন দিয়ে সিরিয়াল নাম্বার কপি করে পেষ্ট করুন তাহলে পেয়ে যাবেন ফুল ভার্সন।এবং উপভোগ করুন নিজের ছবিকে ভিন্ন রুপে।
ভালো থাকুন। ||| আল্লাহ হাফেজ |||
Read More ... »

Download করুন Linux এর নতুন এক অন্যরকম Operating System

 প্রথম পোষ্ট এ স্বাগত।  আজকে একটি অন্যরকম সফটওয়্যার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যাক, আজ আমি আপনাদের যা দেব তার নাম Bharat Operating System Solutions (BOSS)
সাইজ টা একটু বেশী 2GB র মত, তবে নতুনের মধ্যে খুব ই ভালো।Direct Link থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
Read More ... »

অসাধারন Anti Virus আপনার পিসি র ভালো স্বাস্থ্য কামনা করে

সবাই কেমন আছেন?  আবার নিয়ে এলাম একটি Anti Virus যার নাম McAfee Security Center। Version টি এখন দেখা হয় নি তবে এটি নুতন। 26 mb র এই সফট টি এখুনি ডাউনলোড করে আপনার পিসি কে দিন পূরণও স্বাস্থ্য। ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। 
Read More ... »

নিজ কন্ঠে গান গাইবেন আর সাথে থাকবে আপনার প্রিয় গানের মিউজিক!!! এবার আপনিই হয়ে যান শিল্পী

আনমনে বা গোপনে অথবা ইচ্ছায় বা অনিচ্ছায় কিংবা নির্দিষ্ট এক বদ্ধ ঘরে  গান করে না এমন মানুষ খুজে পাওয়া দুস্কর। সবারই হয়তো ইচ্ছে করে শিল্পীর মতো গাইতে। কন্ঠের গাম্ভির্যতায় বা রুক্ষতায় হয়তো সেটা হয়ে উঠে না। তবে আপনি যদি সত্যিই শখের বসে শিল্পীদের মতো মিউজিকের তালে তালে গান করতে চান তাহলে হয়তো এই টিউন দুধের স্বাধ ঘোলে মেটানোর মতো সাহায্য করবে।  তাহলে শুরু করা যাক।

সরল পদ্ধতিঃ

প্রথমে এখান থেকে YoGen.Vocal.Remover.v3.3.10 সফটওয়্যার ডাউনলোড করে নিন। এটার কাজ হলো গান থেকে ভোকাল রিমুভ করে দেয়া। তবে কোয়ালিটি খুব একটা ভাল নয়। :(
এখন KaraFun Player ডাউনলোড করুন এখান থেকে।
তারপর ঐ ভোকাল রিমুভ করা ফাইল এই প্লেয়ার দিয়ে ওপেন করে মাইক আর রেকর্ড সিলেক্ট করে আপনার গান গাওয়া শুরু করুন।
আরও বিস্তারিত জানুন এখানে।
বিঃদ্রঃ এভাবে খুব বেশি ভাল কোয়ালিটি পাওয়া যাবে না।

ভাল কোয়ালিটির পদ্ধতিঃ

এই পদ্ধতি অনুসরণ করে মোটামুটি ভাল ফলাফল পাওয়া যাবে। তবে বাংলা গানের মিউজিক খুব বেশি সম্ভব না। আর ইংরেজি সব গানের মিউজিক বলা যায় সম্ভব।
প্রথমে এখান থেকে vanBasco's Karaoke Player ডাউনলোড করে নিন।(উইন্ডোজ ৭ সহ কাজ করে।)
তারপর আপনার পছন্দের গানটির midi ভার্সন নামিয়ে নিন এখান থেকে।
কিছু বাংলা গানের midi ভার্সন পাবেন এখানে।
গানটি এবার এই প্লেয়ার দিয়ে ওপেন করুন। খেয়াল করে দেখবেন মিউজিকের সাথে লাল দাগগুলো উঠা নামা করছে। গানের কথার সময় যে লাল দাগ উঠা নামা করছে তার বাম পাশের লাল আইকনে ক্লিক করে মিউট করে দিন। ব্যস এবার মাইক্রোফোনের মাধ্যমে মিউজিকের সাথে সাথে আপনি গেয়ে যান। আর হ্যা গানগুলোর লিরিকও কিন্তু সাথে শো করবে।
আর এবার যদি রেকর্ড করতে চান তাহলে আলদা কোন রেকর্ডার দরকার হবে। 
Read More ... »

মুভি, গেমস , সফটওয়ার কি নেই এখানে ?

আমরা অনেকেই কোন কিছু ডাউনলোড করতে হলে Google এ সার্চ দিয়ে থাকি । কিন্তু অনেক সময় বিরক্ত লেগে যায় তবুও আমরা যা খুজছি তা পাই না । কিন্তু অন্য পন্থা ব্যবহার করলে আপনি এই কাজটি খুব সহজেই করতে পারবেন । Repidshare , megaupload ও 4shared থেকে খুব সহজেই বের করতে পারবেন আপনার প্রয়োজনীয় সফটওয়ার , মুভি , গেমস , থিমস ইত্যাদি ।
১ . Repidshare এর একটি সার্চ ইন্জিনঃ
রেপিডশেয়ার এর একটি অন্যতম সার্চ ইন্জিন হল http://rapidlibrary.com/ এই খানে এববার সার্চ করেই দেখুন ।
dgr
আপনি আপনার প্রয়োজনীয় জিনিসটি পেয়ে যাবেন । কিন্তু এর সীমাব্ধতা তো আছেই তা হল আইপি নিয়ে সমস্যায় পরতে পারেন ।
২ . megaupload এর অন্যতম একটি সার্চ ইন্জিনঃ
এই সার্চ ইন্জিন এর মাধ্যমে আপনি megaupload এ লুকায়িত সকল প্রকার সফটওয়ার , মুভি , গেমস , থিমস ইত্যাদি ডাউনলোড করতে পারবেন ।
sfd
এখানে সার্চ কের দেখুন http://4megaupload.com/ । আশা করি ব্যবহারের পরই বুঝবেন ।
৩. 4shared র অন্যতম একটি সার্চ ইন্জিনঃ
4shared এর অন্যতম ভাল বৈশিষ্ট্য হল এই ওয়েবসাইট থেকে যত খুশি ডাউনলোড করে যায় এবং আইপি এর ঝামেলা নাই । সুতরাং এটাই তো অন্যতম তাই না ।
তো http://search.4shared.com/ ।   mediafiretrend.com       hotfile123.com    filecrop.comfilecrop.com
আশা করি সবাই উপকৃত হবেন ।
Read More ... »