Labels

Sunday, January 15, 2012

কিবোর্ড অচল করার কমন একটি ভাইরাস থেকে পরিত্রানের উপায়,নিজে নিজেই দূর করুন ভাইরাস


পরকরুনাময় আল্লাহপাকের নামে শুরু করছি।আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন।
আজকে আপনাদের আমি কমন একটি ভাইরাস থেকে নিজে নিজেই পরিত্রানের পথ বলে দেবো।বিশেষ করে নতুন ব্যবহারকারীরা এই ভাইরাসে নাকানি চুবানি বেশী খায় ।কারন এটি আক্রমন করলে প্রথমেই কিবোর্ড অচল করে দেয় ।

ফলে অনেকেই ভাবে কিবোর্ডটি বুঝি নষ্ট হয়ে গেলো ! আবার অনেকেই যায় সার্ভিস সেন্টারে….ফলে টাকাও খরচ হয় L
তাহলে কথা না বাড়িয়ে শুরু করি ।ট্রোজন হর্স সিরিজের ভয়াবহ ভাইরাস হচ্ছে Trojan.Win32.VB.dsu

এই ভাইরাস পিসিতে acdsee.exe নামে লুকিয়ে থাকে। acdsee.exe  ভাইরাসে আক্রান্ত হলে কিবোর্ড অচল হয়ে যায় ।এর ফলে আমরা অনেক সময় ঘাবড়ে যাই ।তখন নতুন করে উইন্ডোজ সেট্আপ দিয়ে পরিত্রানের চেষ্টা করি । তবে উইন্ডোজ সেটআপ ছাড়াও জটিল এই ভাইরাসটি দমন করা যায় ।আজকে আপনাদের সেই পদ্ধতিটিউ বলবো
সবার আগে  C:\WINDOWS\system32, যদি C: যদি সি ড্রাইভে উইন্ডোজ ইনস্টল করা থাকে উইন্ডোজ ইনস্টল করা থাকে) ফোল্ডারে যান-

উক্ত ফোল্ডার থেকে sethc.exe ফাইলটি আলাদা জায়াগায় সেভ করে রাখুন
এরপর  cmd.exe ফাইলটি সেভ করুন আলাদা জায়গায় এবং উক্ত ফাইলটি  sethc.exe নাম দিয়ে রিনেম করে system32 ফোল্ডারে পেস্ট করুন।এরপর সাথে সাথে উইন্ডোজ থেকে লগআউট করুন ।
পরবর্তী ধাপে ৫ বার Shift কী চেপে command চালু করুন। কমান্ড অপশনে regedit.exe লিখে enter চেপে রেজিস্ট্রি এডিটর খুলুন -

রেজিস্ট্রি এডিটর থেকে যথাক্রমে এই অপশনে যান- HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\ShellNoRoam\MUICache, এখান থেকে C:\Windows\help\services.exe নামের স্ট্রিং ভ্যালুট মুছে ফেলুন।
অত:পর  HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows NT\CurrentVersion\Winlogon অপশনে যান। এখান থেকে Shell স্ট্রিং ভ্যালুর উপরে মাউসের ডাবল  ক্লিক করুন। এখানে Value Data অংশে Explorer.exe  অংশটুকু রেখে ডানের সব  তথ্য মুছুন।রেজিস্ট্রি এডিটর থেকে বের হয়ে আসুন ।
এখন উইন্ডোজ লগইন করে  সেভ করা sethc.exe  মুল ফাইলটি  system32 ফোল্ডারে কপি পেস্ট করুন।
এখন কম্পিউটার রিস্টার্ট দিয়ে দেখুন কিবোর্ড আবার আগের মতো সচল হয়ে গেছে ।
Read More ... »

উইন্ডোজ এক্সপি ৬টা ভার্সন ১টি ডিভিডি তে ,সাইজ মাত্র ৯ এমবি !!

সবাই কে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম,আমার আজকের পোষ্ট। আজকে আমি যে পোষ্ট টা লিখছি,তা হচ্ছে মাইক্রোসফট  উইন্ডোজ এক্সপি ৬টা ভার্সন ১টি ডিভিডি তে ,সাইজ মাত্র ৯ এমবি !! আমি জানি অনেক-এ হয়তো মনে করতেছেন,দূর মিয়া  ,এইটা কি সম্বভ নাকি?

তাহলে এখন আমি বিস্তারিত আলোচনা করবো এক্সপি কে নিয়েঃ-

কি কি আছে ?
Windows XP X64 Retail
Windows XP X64 Corp
Windows 2003 X64 Ent. Retail
Windows 2003 X64 Std. Retail
Windows 2003 X64 Ent. Corp
Windows 2003 X64 Std. Corp
প্রথমে এখানে থেকে ডাউনলোড  করে নেনঃ
ডাউনলোড এর জন্য ক্লিক করেন………
এবার ডাউনলোড করা হয়ে গেলে,উইঞ্জিপ দিয়ে এক্সটাট করে নেন ,নিচের ছবিটা দেখেন

এইবার এক্সটাট করা হয়ে গেলে ,দেখেন ফাইল এর সাইজ টা ৩.৪ জিবি হইছে , এখন ISO BURNER দিয়ে একে একটা ডিভিডি তে রাইট করে নেন।
কিভাবে ইন্সটল করবেনঃ
1. Burn to DVD and reboot to install (you cannot start the setup from
within 32 bit windows.) or start installation from within an existing
64 bit version of Windows.


2. সিরিয়াল কী

3. Run AntiWPA3.cmd in the AntiWPA folder to disable activation in
non-corprate installs.
ডিভিডিতে রাইট করার পর এমন আসবে ……
এখন বুট করার সময়,দেখে নিন আপনি কোনটা ইন্সটল করতে চান , সেলেক্ট করে সেট আপ শুরু করতে হবে ।তাহলে আজ আর নয় ,ভাল থাকবেন,আল্লাহ হাফেজ ।
Read More ... »

Monday, December 19, 2011

কম্পিউটারের সাউন্ড এখন আপনার হাতের মুঠোয়।


আজ নিয়ে এলাম মজার একটি ছোট সফটওয়্যার, জানিনা আপনাদের কাছে কেমন লাগবে তবে আমার কাছে বেশ ভাল লেগেছে। মাউজের হুইল দিয়ে কম্পিউটারের শব্দকে নিয়ন্ত্রন করা যায়। সেটা উইন্ডোজের ডিফাল্ট সাউন্ড হোক আর আপনি যেকোনো প্লেয়ারে অডিও কিংবা ভিডিও দেখুন না কেন, সব সাউন্ডকে নিয়ন্ত্র করা যাবে ছোট একটি সফটের সাহায্যে। এখান থকে ডাউনলোড করুন এবং ইন্সটল করুন। মাত্র ৬৩১ কেবি।  ইন্সটল শেষে টাস্কবার আইকনে দেখতে পাবেন হুইল ভলিউমের আইকনটি। আপনাকে আর কিছু করতে হবেনা।মাউজের হুইল ডেস্কটপের ফাকা জায়গায় রেখে ঘুরিয়ে দেখুন ভলিউমের সিগন্যাল কমছে ও বাড়ছে। আর আপনি যদি বিশেষ কাজে My Computer ওপেন করে কোন কাজ করেন এবং তখন যদি কোন প্লেয়ারে অডিও বা ভিডিও চলে, তবে এড্রেস বারের উপর মাউজের কারসার রেখে হুইল ঘুরাতে থাকুন ও সাউন্ডকে নিয়ন্ত্রন করুন।
Read More ... »

ছোট একটি সফট এর সাহায্যে র‍্যামকে পরিস্কার করে কম্পিউটারের গতিকে ঠিক রাখুন।

সুন্দর একটি সফটওয়্যার এর নাম আজ আপনাদের জানাচ্ছি, যা দিয়ে আপনার কম্পিউটারের র‍্যাম কে পরিস্কার করে কম্পিউটারকে রাখবে গতিময়তায়। হা বন্ধুরা সফটটির নাম হচ্ছে CyberLat-RAM-Cleaner-2.3.32-Portable নিশ্চয় নাম দেখেই বুঝে গেছেন পোর্টেবল ভার্সন। ইন্সটলের কোন ঝামেলা নেই। এখান থেকে ডাউনলোড করুন এবং CyberLat-RAM-Cleaner-2.3.32-Portable এতে ডাবল ক্লিক করুন ও টাস্কবার আইকনে বাম ক্লিক করলে নিচের চিত্রের মত আসবেএবার Free RAM এ ক্লিক দিয়ে আপনি আপনার কম্পিউটারে কত সাইজের র‍্যাম ব্যবহার করছেন তার একটি আনুমানিক সাইজ সিলেক্ট করে নিন এবং এর পর Improve my RAM Now ক্লিক দিন দেখুন সুন্দর ভাবে র‍্যাম পরিস্কার হয়ে গেছে এবং কিছুটা হলেও কম্পিউটারের গতি বেড়ে যাবে। কাজ শেষ হলে Esc চেপে বের হয়ে আসুন। তাহলে বন্ধুরা পরীক্ষা করে দেখুন কেমন সফটওয়্যারটি। ভাল লাগলে অবশ্যই ব্যবহার করতে ভুলবেন না। ধন্যবাদ সহ- arafat
Read More ... »

ছোট একটি সফট Mp3 Direct Cut দিয়ে Mp3 গানকে কেটে ছোট করতে বেশ উপযোগী।

Mp3 গানকে কেটে ছোট করার জন্য নিয়ে এলাম দারুন এক কার্যকরী সফটওয়্যার। যার নাম যা দিয়ে খুব সহজে Mp3 গানকে কেটে ছোট করা যায়। মাত্র ৪৫৪  কেবি। এখান থেকে ডাউনলোড করুন এবং ইন্সটল করুন। ইন্সটল করার পর ওপেন করতে গেলে একটি উইন্ডো আসবে,তাতে শধু OK করে দিন এবং ভাষা নির্বাচন করে নিন। ডেস্কটপ আইকন থেকে ডাবল ক্লিক দিলে নিচের চিত্রের মত পাবেন।
এখানে আপনাকে যা যা করতে হবে-
১. যে গানটিকে কেটে ছোট করতে চান তা সিলেক্ট করুন
২. আপনি এখান থেকে কতটুকু কাটবেন তা সিলেক্ট করুন। এই কাজটি মাউজ দিয়েও করা যায়।
৩. সিজার এ ক্লিক দিলে গানটি কাটা হয়ে যাবে।
৪. এখানে সেভ করার অপশন পাবেন, ব্রাউজ করে যেখানে সেভ করতে চান তা করে নিন। দেখুন মহুর্তে কাটা অংশ বাদ দিয়ে গানটি সেভ হয়ে গেছে।
৫. এখানে আপনি গানটি কাটার আগে প্লে করে শুনে নিতে পারেন।
৬. এখানে প্লে থামানোর অপশন আছে।
Read More ... »

ঈদের বিশেষ উপহার আলাদিনের আশ্চর্য চাদর এর একটি গেম, আপনাদের জন্য।


আজ আপনাদের জন্য নিয়ে এলাম ঈদের জন্য বিশেষ এক উপহার। না আজ আর কোন টিপস কিংবা কম্পিউটার বিশয়ক কোন সফট শেয়ার করবোনা। আপনাদের আনন্দ দেবার জন্য নিয়ে এলাম Aladdin’s Magic Carpet Racing পোর্টেবল গেমস। মাত্র ১২.২০ মেগাবাইট। ডাউনলোড করার পর rar ফাইলকে Extract করলেই পেয়ে যাবেন Aladdin’s Magic Carpet Racing নামের গেমের ফাইল এবং ক্লিক দিয়ে শুরু করে দিন আকাশে উড়ে উড়ে গেম খেলার উপভোগ্য মহুর্ত গুলি।আপনি গেম খেলায় উৎসাহিত না হলেও আপনার বাসায় অনেক শিশুদের ভাল লাগবে অবশ্যই। তাহলে দেরী না করে এখান থেকে ডাউনলোড করে নিন। সবাই ভাল ও সুস্থ্য থাকুন।
Read More ... »

লুফে নিন কারসারের বাহারি থিম

অনেকই আমরা কম্পিউটারে কারসার এর জন্য আলাদা থিম খুজে বেড়াই। যারা নিত্য নতুন কারসার থিম পছন্দ করেন তাদের জন্য নিয়ে এলাম দারুন এক সফট। যার নাম CursorFX মাত্র ১৪.২ মেগাবাইট। ডাউনলোড করে ইন্সটল করে বেছে নিন কারসারের থিম। ইন্সটল করার পর আপনাকে যা করতে হবে তা দেখে নিন। স্টার্ট মেনু থেকে প্রোগ্রাম এ গেলে CursorFX দেখতে পাবেন তাতে ক্লিক দিলে নিচের চিত্রের মত পাবেন। My Coursors এ পাবেন নানা রকম থিম, আপনার যেটি ভাল লাগবে তাতে সিলেক্ট করে Apply করুন। দেখুন কারসার পয়েন্ট কেমন পরিবর্তন হয়ে গেছে নিমিষেই। উপভোগ করুন আর আনন্দে থাকুন।
এখান থেকে ডাউনলোড করে নিন
Read More ... »

ছোট একটি সফট এর দ্বারা মাউজের রাইট ক্লিকে বিভিন্ন অপশন যোগ করুন।

ডান ক্লিক এ যোগ করুন বিভিন্ন কম্পিউটারের বিভিন্ন অপশন। হা বন্ধুরা আপনাদের জন্য নিয়ে এলাম ছোট একটি সফট, যার দ্বারা আপনি আপনার কম্পিউটারের মাউজের রাইট ক্লিক অপশনে বিভিন্ন অপশন যোগ করতে পারেন। এই জন্য আপনাকে ডাউনলোড করে নিতে হবে Right Click Enhancer নামের ছোট সফটওয়্যার টি। মাত্র ২.৮০ মেগাবাইট। ডাউনলোড করে ইন্সটল করুন এবং ইন্সটল শেষে ডেস্কটপ আইকন এ ডাবল ক্লিক করলে নিচের চিত্রের মত পাবেন। এখানে আপনি বিভিন্ন মেনু পাবেন। তার মধ্যে একটি মেনু নিয়ে আমি বলছি- Right Click Tweaker এ ক্লিক করলে আপনি নিচের চিত্রের মত পাবেন।
এখানে আপনি উপরের নির্দেশিত বিভিন্ন অপশন রাইট ক্লিক এ যোগ করার জন্য টিক চিহ্ন দিন এবং Apply Tweakes ক্লিক দিন। দেখুন আপনার কম্পিউটারের মাউজে রাইট ক্লিক অপশনে এ সমস্ত প্রোগ্রাম যোগ হয়ে গেছে।
বন্ধুরা আমি তো শুধু একটি মেনু নিয়ে আলোচনা করলাম, এতে আরও রাইট ক্লিক এ যোগ দেয়ার বিভিন্ন অপশন আছে যেমন- My Computer Manager, Send To Manager, Right Click Editor, New Menu Editor সহ অন্যান্য। আর এ সমস্ত মেনু গুলির ব্যবহার জানার জন্য মূল উইন্ডো তে Help মেনুতে ক্লিক করলেই এর সকল ব্যবহার বিধি আপনার স্ক্রিনে দেখা যাবে এবং এটি দেখে এই সফট টির পুরোপুরি ব্যবহার শিখে নিন। এটি উইন্ডোজ এক্সপি,সেভেন ও ভিস্তায় চলায় উপযোগী।
Right Click Enhancer এখানে ক্লিক দিয়ে ডাউনলোড করে নিন
Read More ... »